নিউইয়র্ক     শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক ক্লিকেই অপ্রয়োজনীয় ই-মেইল ডিলেট করুন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩ | ০৮:১০ পূর্বাহ্ণ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ | ০৮:১০ পূর্বাহ্ণ

ফলো করুন-
এক ক্লিকেই অপ্রয়োজনীয় ই-মেইল ডিলেট করুন

অপ্রয়োজনীয় ই-মেইলের কারণে অনেক সময় প্রয়োজনীয় মেইলে ঢুকতে পারে না। তাই মাঝে মধ্যে স্টোরেজ ক্লিন করতে হয়। কিন্তু একটা একটা ইমেইল ডিলিট করা বেশ কষ্ট ও সময় সাপেক্ষ বিষয়। দরকার সহজ উপায়। চলুন তা জেনে নেওয়া যাক।

প্রথমেই জিমেইলে লগ ইন করুন। একেবারে ওপরে সার্চ বারে গিয়ে যেই সেন্ডারের ইমেইল ডিলেট করতে চান সেই অ্যাড্রেস লিখুন। ওই সেন্ডারের পাঠানো সব মেইল সিলেক্ট করতে পারেন। অথবা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ইমেইল ডিলেট করতে চান সেই অপশন সিলেক্ট করা যাবে

সিলেক্টের পর ইনবক্সের একদম ওপরে থাকা চার কোনা আকৃতির চেকবক্সে ক্লিক করুন। সেখান থেকে সিলেক্ট করে ডিলেটে ক্লিক করুন। এরপর ট্র্যাশ আইকনে ক্লিক করতে হবে। ট্র্যাশের সব ইমেইল সিলেক্ট করে পারমানেন্টলি ডিলিট করুন।

এ ছাড়া ইনবক্সের একেবারে সব ইমেইল একবারে ডিলিট করা যায়। এক্ষেত্রে প্রথমে জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করুন। তারপর আপনার ইনবক্সের একদম ওপরে একটি চেকবক্সে ক্লিক করতে হবে। এর সাহায্যে পেজের সমস্ত মেইল সিলেক্ট করে একবারে ডিলেট করা যায়। তবে এই সবকিছু ডিলেট করার সময় খেয়াল রাখবেন, যাতে কোনো প্রয়োজনীয় মেইল ডিলেট না হয়ে যায়। সূত্র : ইন্ডিয়া টুডে

শেয়ার করুন