২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

‘টপ প্রডিউসার’ অ্যাওয়ার্ড পেলেন মেডোব্রুক মর্টগেজের কর্ণধার আকিব হোসাইন

‘টপ প্রডিউসার’ অ্যাওয়ার্ড পেলেন মেডোব্রুক মর্টগেজের কর্ণধার আকিব হোসাইন Screenshot

পরিচয় ডেস্ক : যুক্তরাষ্ট্রের মর্টগেজ শিল্পে বাঙালি কমিউনিটির গর্ব, মেডোব্রুক মর্টগেজের কর্ণধার আকিব হোসাইন চলতি বছরে ২৫ মিলিয়ন ডলারের ৭৫টি সফল লোন ক্লোজ করার স্বীকৃতিস্বরূপ সম্মানজনক টপ প্রডিউসার অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় আকিব হোসাইন বলেন, “আমার ক্লায়েন্টরাই আমার ম‚ল চালিকাশক্তি। তাদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া আমি এই সফলতা অর্জন করতে পারতাম না। আমি সবসময় ক্লায়েন্টদের আমার পরিবারের সদস্য মনে করি। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।

তিনি আরও বলেন, “বাড়ি কেনা প্রতিটি মানুষের জন্য একটি স্বপ্ন। আমি ক্লায়েন্টদের সব প্রশ্ন মনোযোগ দিয়ে শুনি এবং তাদের প্রতিটি উদ্বেগ ও আগ্রহকে সম্মান করি।”

আকিব জানান, বিশেষ করে বাংলাদেশি ইমিগ্রান্টরা তার প্রতিষ্ঠানের উপর আস্থা রাখেন। তিনি বলেন, “আমরা তাদের জন্য বাড়ি কেনার প্রক্রিয়াকে সহজ করে তুলি। চলতি বছরে ২৫ মিলিয়ন ডলারের ৭৫টি মর্টগেজ লোন ক্লোজ করেছি, যার স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার।”

নিউইয়র্কে বাড়ি কেনার ক্ষেত্রে মেডোব্রæক মর্টগেজ ইতোমধ্যেই একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ঋণের ধরন নির্বাচন থেকে শুরু করে ডাউন পেমেন্ট পরিকল্পনা ও ইন্টারেস্ট রেট নির্ধারণ পর্যন্ত প্রতিটি ধাপে গ্রাহককে পাশে পায় প্রতিষ্ঠানটি।