নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহাকাশ নিরাপত্তায় সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪ | ০৭:৩৮ পূর্বাহ্ণ | আপডেট: ০২ মার্চ ২০২৪ | ০৭:৩৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
মহাকাশ নিরাপত্তায় সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাং জিয়াওগাং এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র মহাকাশে সক্রিয় আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন করছে এবং সামরিক মহড়া চালাচ্ছে, যা মহাকাশ নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই মহাকাশে সামরিকীকরণ এবং এটিকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার সবচেয়ে বড় চালিকা শক্তিতে পরিণত হয়েছে। যা মহাকাশ নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্র মহাকাশকে ‘যুদ্ধক্ষেত্রে’ পরিণত করছে বলে উল্লেখ করে ঝাং জিয়াওগাং বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক মহাকাশ অস্ত্র তৈরি ও স্থাপন করছে, সামরিক মহাকাশ অনুশীলনের আয়োজন করছে এবং প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র এমন ভাবে অন্যান্য দেশের মহাকাশযান ট্র্যাক করছে যা প্রতিনিয়ত সংঘর্ষের ঝুঁকি বাড়াচ্ছে।

প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, চীন সবসময়ই মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার মেনে চলে এবং মহাকাশ অস্ত্র প্রতিযোগিতার বিরোধিতা করে আসছে।সূত্র: ভোরের কাগজ।

শেয়ার করুন