নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল চাঁদপুরবাসীর মিলনমেলায় পরিণত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪ | ০১:১১ অপরাহ্ণ | আপডেট: ২৩ মার্চ ২০২৪ | ০১:১১ অপরাহ্ণ

ফলো করুন-
রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল চাঁদপুরবাসীর মিলনমেলায় পরিণত

গত ১৮ মার্চ জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হল ও রেস্টুরেন্টে প্রবাসের অন্যতম প্রাচীন আঞ্চলিক সামাজিক জনকল্যাণমুলক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক চাঁদপুরবাসী ও নিউ ইয়র্র্ক ও আশেপাশের ষ্টেট থেকে আগত বাংলাদেশীদের উপস্থিতিতে অত্যন্ত শৃঙ্খলাপুর্ণ আয়োজনে রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের এবারেরর ইফতার মাহফিল চাঁদপুরবাসীর মিলন মেলায় পরিণত হয়।

রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক-এর পরপর দুইবারের নির্বাচিত সভাপতি মোঃ ফখরুল ইসলাম মাছুমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নূরে আলম মনিরের পরিচালনায় এবং আব্দুর রহিম ভূঁইয়ার কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিলের সূচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাছুম ইফতার মাহফিলে সবাইকে স্বাগত জানিয়ে বলেন, রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের মধ্যে কোন বিভক্তি নেই। একটি সুষ্ঠু ও প্রতিদ্বন্ধিতাপুর্ণ নির্বাচনের পর পুর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে কারো কোন সমস্যা থাকে, তাহলে ন্যায়সঙ্গত আলাপ আলেচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করি । আমরা বসতে রাজি আছি। শুধু শুধু বিভ্রান্তি সৃষ্টি না করে লাভ নেই। বৈঠকে প্রয়োজনে সাংবাদিকরাও উপস্থিত থাকবেন। আসুন সকলের সহযোগিতায় সকল ভেদাভেদ ভুলে আমরা রূপসী চাঁদপুর ফাউন্ডেশনকে এগিয়ে নিই।

রূপসী চাঁদপুর ফাউন্ডেশন এর অন্যতম উপদেষ্টা ও বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর সাবেক সভাপতি নার্গিস আহমেদ সংগঠনের সেবামুলক কাজের প্রশংসা করে ঐক্যবদ্ধভাবে আগামি দিনেও সেবামুলক কাজ াব্যাহত রাখার আবেদন জানান।

রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউ ইয়র্কের পক্ষ থেকে আগত সকলকে ইফতার ও দোয়ার মাহফিলকে সাফল্যমন্ডিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়, এবং ভবিষ্যতে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাথে থাকার জন্য সকলকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়। ইফতার মাহফিলের দোয়ায় চাঁদপুরবাসীসহ সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়ের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

অতিথি হিসাবে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র উপদেষ্টা ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, সংগঠনের উপদেষ্টা ও পরিচয় সম্পাদক নাজমুল আহসান, উপদেষ্টা অধ্যাপক শাহাদাত হাসান, উপদেষ্টা আমিন খান জাকির, উপদেষ্টা ফারুক আহমেদ ভূঁইয়া, উপদেষ্টা জামান তপন, নিলুফার ইয়াসমিন মিতু, ডাক্তার মাহমুদ হোসাইন মিন্টু, বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্কের সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী , সাংস্কৃতিক সম্পাদক শাহনাজ লিপি, মইনুদ্দিন মাহবুব,সাবেক নির্বাচন কমিশনার আব্দুল হাকিম মিয়া, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর সভাপতি ডা. এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি ইউনুস সরকার, সহ সভাপতি তৈমুর রেজা, সাধারন সম্পাদক মোঃ সিদ্দিকী পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ দুলাল, মহিলা সম্পাদিকাফারহানা আক্তার শিমু , ইসমাইল মিয়া।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ ও সমাজসেবক, লং আইল্যান্ড চেম্বার্স অফ কমার্স-এর প্রেসিডেন্ট আকতার হোসেন বাদল, বিশিষ্ট ব্যবসায়ী মিনহাজুল ইসলাম মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আব্দুল খালেক , হাজী ক্যাম্প মসজিদের ইমাম হাফেজ রফিক, এডভোকেট সেতু, শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, রহমানীয় ট্রাভেলস এর মাওলানা কুতুবুর রহমান মাহমুদ, কোকো স্মৃতি পরিষদের শাহাদাত হোসেন রাজু, কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর সভাপতি মোঃ বদরুল হক আজাদ ও সাধারন সম্পাদক মোঃ আল আমিন, কুমিল্লা সোসাইটি অব ইউ এস এ ইনক এর সভাপতি সালাউদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ আবুল খায়ের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ রবিউল আলম সভাপতি প্রবাসী মতলব সমিতি ইনক, শাকিল মিয়া সাবেক সভাপতি প্রবাসী মতলব সমিতি ইনক, মিয়া ওবায়দুর রহমান, সাবেক সভাপতি প্রবাসী মতলব সমিতি, মোঃ আনোয়ার হোসেন মিয়াজি, প্রবাসী সিরাজগঞ্জ সমিতির সভাপতি আব্দুর রউফ লেবু, সিরাজগঞ্জ সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম, সেক্রেটারি নাদির উজ্জ্বল, শাহাদাত হোসেন রাজু, মাগুরা সমিতির সেক্রেটারি সাজ্জাদ হোসেন, শাপলা ওয়েলফেয়োর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রুহুল আমিন, উল্লাপাড়া সমিতির কর্মকর্তা জহির, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক এর কর্মকর্তা- সভাপতি মু.ফখরুল ইসলাম মাছুম, সহ-সভাপতি মোঃ মাহাবুবুর রহমান, সহ-সভাপতি মোবারক হোসাইন, সহ-সভাপতি মোঃ সিদ্দিক পাটোয়ারী, সহ-সভাপতি মোঃ রেজাউর রহমান রাজু, সহ-সভাপতি নুরুল আলম মজুমদার, সাধারণ সম্পাদক নূরে আলম মনির, সহ-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, কোষাধ্যক্ষ মোঃ আবু সাদেক, সহ-কোষাধ্যক্ষ মাহবুবুল আলম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ জসীম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আহাদ ভূইয়া, প্রচার সম্পাদক মোঃ আবু বকর, শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল পাটোয়ারী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিঞা ওবায়দুর রহমান, মহিলা সম্পাদিকা এডভোকেট নুবাইরা ইবনাত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা শাহানারা কবির, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন মিয়াজী, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন আনু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোঃ মইনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাফায়েত হোসেন রুমান, সদস্য মাহমুদা আহমেদ, হাসান মাহমুদ সোহেল, শাকিল মিয়া, মোঃ ফারুক আহমেদ, মকসেদুর রহমান সেলিম, ফাতেমা আক্তার, মোঃ জহিরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, বেলায়েত হোসাইন সোহাগ, আব্দুল মমিন, ফারহানা আক্তার শিমু, নূর হোসাইন, রাজন হাসান, মোঃ জাকির হুসাইন, ফয়েজ আহমেদ, মোঃ বোরহানউদ্দিন, মোঃ মোরশেদ, ওসমান ওমর ফারুক, ফজলুল হক প্রমুখ। অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন নবগঠিত ‘চাদপুর ফাউন্ডেশনের’ সদস্য সচিব আব্দুস সামাদ টিটো।

শেয়ার করুন