নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলু দিয়ে গরুর মাংস

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪ | ১২:৪০ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ | ১২:৪০ পূর্বাহ্ণ

ফলো করুন-
আলু দিয়ে গরুর মাংস

গরুর মাংসের সবচেয়ে জনপ্রিয় পদগুলোর মধ্যে অন্যতম হলো আলু দিয়ে গরুর মাংস। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে এটি দুর্দান্ত মানিয়ে যায়।

উপকরণ: ১. গরুর মাংস দেড় কেজি ২. তেল আধা কাপ ৩. পেঁয়াজ কুচি আধা কাপ ৪. আদা বাটা ১ চা চামচ ৫. রসুন বাটা ১ চা চামচ ৬. হলুদ গুঁড়া আধা চা চামচ ৭. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ ৮. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ ৯. ধনিয়া গুঁড়া আধা চা চামচ ১০. ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ ১১. লবণ পরিমাণমতো ১২. এলাচ ৪-৫টি ১৩. দারুচিনি ২-৩ টুকরো ১৪. তেজপাতা ২টি১৫. লবঙ্গ ৫-৬টি ১৬. গোলমরিচ ৫-৬টি ১৭. আলু ৪টি বড় টুকরো করে কাটা ১৮. গরম মসলার গুঁড়া ১ চা চামচ

পদ্ধতি: চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ ও গোলমরিচ ভেজে নিন। পেঁয়াজ বাদামিরঙা হয়ে আসলে দিয়ে দিন বাকি সব মসলা। এক বা দু’বার নেড়ে দিয়ে দিন অল্প পানি। এরপর মসলা কষিয়ে দিয়ে দিন মাংস। মসলার সঙ্গে মাংস মিশিয়ে ঢেকে দিন। ১০-১৫ মিনিট জ্বাল করলেই মাংস থেকে পানি বের হবে।ঢাকনা সরিয়ে নেড়ে আবারও ঢেকে দিতে হবে। চুলার আঁচ রাখুন মাঝারিতে। মাংস থেকে বের হওয়া পানিতে মাংস অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এবার এক পিস মংস হাতে নিয়ে দেখুন সেদ্ধ হয়েছে কি না।

সেটা দেখে বুঝেই পরিমাণমতো পানি দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। মাঝে মধ্যেই ঢাকনা সরিয়ে নেড়ে দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে দিয়ে দিন কেটে রাখা আলু। এর সঙ্গে গরম মসলার গুঁড়াও মিশিয়ে দিন।

 

শেয়ার করুন