নিউইয়র্ক     মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র আ. লীগের শূন্যপদ পূরণ শুরু : ডা. মাসুদ, আইরীন, বাদশা ও কয়েস সহ সভাপতি

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪ | ০২:০২ অপরাহ্ণ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ | ০২:০২ অপরাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্র আ. লীগের শূন্যপদ পূরণ শুরু : ডা. মাসুদ, আইরীন, বাদশা ও কয়েস সহ সভাপতি

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদের শূন্যপদ পূরণ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনার নির্দেশে সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এই উদ্যোগ নিয়েছেন। গত ১৭ এপ্রিল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। আর শূণপদগুলোর জন্য দলের নেতা-কর্মীদের পক্ষ থেকে ৮১টি আবেদনপত্র জমা পড়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সংগঠনে কয়েকটি সহ সভাপতির পদ সহ ইতিমধ্যেই একাধিক পদ পূরণ করা হয়েছে। সহ সভাপতি পদগুলোতে মনোনয়ন পেয়েছেন সংগঠনের বর্তমান কমিটির উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আইরীন পরভীন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম বাদশা ও গণ সংযোগ সম্পাদক কাজী কয়েস।

উল্লেখ্য, প্রায় ১৩ বছর আগে নিউইয়র্ক সফরকালীন সময়ে প্রধানমন্ত্রী ও দলীয় শেখ হাসিনা ৭৬ সদস্য বিশিষ্ট যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। পরবর্তীতে এই কমিটি ৮১ সদস্য বিশিষ্ট ছিলো। বর্ধিত কমিটি কত সদস্য বিশিষ্ট হবে তা জানা যায়নি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বেশ কয়েকজন সদস্যের মৃত্যু এবং কতিপয় সদস্য দেশে গিয়ে স্ব স্ব এলাকার রাজনীতিতে যুক্ত থাকার ফলে বর্তমানে সংশ্লিষ্ট পদগুলো শূন্য ঘোষণা করে তা পূরণের সিদ্ধান্ত দেয় কেন্দ্র।

দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের পরামর্শ মোতাবেক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদের শুন্য পদগুলো পূরণ করা হচ্ছে। এজন্য সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদকে পূর্ণ ক্ষমতা দেয়া হয়েছে। শূন্যপদগুলো পূরণে সংগঠনের ত্যাগী ও বিশ্বাস্ত নেতা-কর্মীদের মনোনীত করা হচ্ছে। ড. সিদ্দিকুর রহমান এবং আব্দুস সামাদ আজাদের স্বাক্ষরিত পত্রে সংশ্লিষ্টদের তা জানিয়ে দেয়া হচ্ছে।

এই রিপোর্ট রেখা পর্যন্ত যারা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদের বিভিন্ন শূন্য পদে মনোনীত হয়েছেন তারা হলেন: উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আইরীন পরভীন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম বাদশা ও গণ সংযোগ সম্পাদক কাজী কয়েস সহ সভাপতি, প্রচার সম্পাদক হাজী এনাম যুগ্ম সাধারণ সম্পাদক, প্রবাসী সম্পাদক সোলায়মান আলী যুগ্ম সম্পাদক, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি দরুদ মিয়া রনেল ও নূরুল আমিন বাবু সাংগঠনিক সম্পাদক, কার্যকরী সদস্য আব্দুল হামিদ প্রচার সম্পাদক পদে মনোনীত হয়েছেন। খান শওকত উপ প্রচার সম্পাদক পদে মনোনীত হলেও তার বিষয়টি চুড়ান্ত হয়নি। তার বিরুদ্ধে আপত্তি উঠেছে বলে জানা গেলেও এব্যাপারে কোন তথ্য কেউ প্রকাশ করেননি।

এছাড়াও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক নাফিউর রহমান তুরান প্রবাসী কল্যান সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরকার, ফারুক হোসেন ও মিজানুর রহমান ছাড়াও সাইফুল আলম, আশরাফ উদ্দিন ও মেহরাজ ফাহমী কার্যকরী সদস্য পদে মনোনীত হয়েছে বলে জানা গেছে। তবে বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন সহ সভাপতির পদ চেয়ে আবেদন করলেও তাকে কার্যকরী কমিটির সদস্য পদে রাখায় তিনি তা প্রত্যাখ্যান করে ফেসবুক মাধ্যমে বিবৃতি দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিবৃতিতে তিনি বলেন- কোন পদ দেয়ার আগে তার সম্মুিত নেয়া গঠনতান্ত্রিক অধিকার। তিনি মনে করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদের শূণ্য পদ পূরনে গঠনতন্ত্রিক নিয়ম মানা হচ্ছে না এবং তিনি তাকে দেয়া পদ প্রত্যাখ্যান করেছেন। তার এই বিবৃতি নিয়ে সংগঠনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

অপরদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদের শুণ্যপদগুলো পর্যায়ক্রমে পুরণ করা হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। খবর ইউএনএ’র।

শেয়ার করুন