নিউইয়র্ক     রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের শহরগুলিতে ঘৃণামূলক অপরাধ (হেইট ক্রাইম) রেকর্ড পরিমানে বেড়েছে, সবচেয়ে বেশী লস এঞ্জেলেসে

পরিচয় রিপোর্ট

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪ | ০২:৩৬ অপরাহ্ণ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪ | ০২:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রের শহরগুলিতে ঘৃণামূলক অপরাধ (হেইট ক্রাইম) রেকর্ড পরিমানে বেড়েছে, সবচেয়ে বেশী লস এঞ্জেলেসে

যুক্তরাষ্ট্রের শহরগুলিতে ঘৃণামূলক অপরাধ (হেইট ক্রাইম) রেকর্ড পরিমানে বেড়েছে, সবচেয়ে বেশী ক্যালিফোর্নিয়ায়।

ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর দ্য স্টাডি অফ হেট অ্যান্ড এক্সট্রিমিজমের একটি বার্ষিক প্রতিবেদন অনুসারে আমেরিকার ১গটি বড় শহরে ইহুদি-বিরোধী এবং মুসলিম-বিদ্বেষী ঘৃণামূলক অপরাধ টানা রেকর্ড ভেঙ্গে ফেলেছে। সমীক্ষায় প্রাথমিক তথ্য জানা গেছে, ২০২৩ সালে ১০ বড় শহরে পুলিশের কাছে ২১৭৩টি ঘৃণামূলক অপরাধের রিপোর্ট করা হয়েছিল, যা ২০২২ সাল থেকে ১১% বৃদ্ধি পেয়েছে।

ইহুদি-বিরোধী এবং মুসলিম-বিরোধী ঘৃণা অপরাধই বিশেষত বেড়েছে। নিউ ইয়র্কে, যেখানে ইহুদি-বিরোধী ঘৃণা অপরাধ বেড়েছে ১২.৬% এবং লস অ্যাঞ্জেলেসে এটি বেড়েছে ৪৮%। সমীক্ষা অনুসারে নিউইয়র্কে মুসলিম বিরোধী বিদ্বেষমূলক অপরাধ ২২% বেড়েছে এবং লস অ্যাঞ্জেলেসে তা বেড়েছে ৪০%। ২৫টি আমেরিকান শহরের একটি বৃহত্তর সমীক্ষায় জানা গেছে, ঘৃণামূলক অপরাধও ২০২২ সাল থেকে গড়ে ১৫% হারে বৃদ্ধি পেয়েছে।সুত্র ইউএসএ টুডে

শেয়ার করুন