নিউইয়র্ক     সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪ | ০৬:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ মার্চ ২০২৪ | ০৬:৪৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ড শহরে ছুরিকাঘাতে অন্তত চারজন নিহত হয়েছে। আহত সাতজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। হামলাকারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় বুধবার (২৭ মার্চ) দুপুর একটার পর ইলিনয় অঙ্গরাজ্যের উত্তরের শহর রকফোর্ডের হোমস স্ট্রিট, ক্লিভল্যান্ড এভিনিউ, এগলেসটোন রোডে ধারাবাহিক ছুরিকাঘাতের ঘটনা হয়। এতে তিনজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

নিহতদের বয়স ১৫ থেকে ঊনপঞ্চাশ বছরের মধ্যে। এদের মধ্যে ডাক বিভাগের এক কর্মীও রয়েছেন। ফ্লোরেন্স ও এগলেসটোন রোডের সংযোগস্থলে অবস্থিত একটি বাড়ির ভেতরে ঢুকেও ছুরিকাঘাত করে হামলাকারী। ওই হামলায় হাত ও মুখে আঘাত নিয়ে বাসা থেকে দৌড়ে পালানো নারীকে সাহায্য করতে যাওয়া ব্যক্তিকেও ছুরিকাঘাত করা হয়েছে।

২২ বছর বয়সী হামলাকারীর বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ। জানানো হয়েছে, এই হামলায় আর কেউ ছিলো না।সূত্র: বাংলাভিশন টিভি।

শেয়ার করুন