নিউইয়র্ক     রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমরানের শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩ | ০১:৫১ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩ | ০১:৫১ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমরানের শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী মিজ জুলি সু এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদশর শ্রম পরিস্থিতিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ইউএস ডিপার্টমেন্ট অব লেবার আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাষ্ট্রদূত ইমরান এবং ভারপ্রাপ্ত মার্কিন শ্রমমন্ত্রী বাংলাদেশের বর্তমান শ্রম পরিস্থিতি এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশের শ্রমমান নিয়ে দুই দেশের সরকারের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ততা এবং সংশ্লিষ্ট অংশীদারদের উদ্বেগ নিরসনের ব্যাপারে একমত হন।

একই সময়ে রাষ্ট্রদূত ইমরান ইউএস ডিপার্টমেন্ট অব লেবার-এর ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি’র সাথে সাক্ষাৎ করেন। বৈঠক দুইটিতে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্স) সেলিম রেজাও উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

শেয়ার করুন