নিউইয়র্ক     সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়া সঙ্গে যৌথ উদ্যোগে যাত্রীবাহী বিমান বানাবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২ | ০৩:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ | ০৩:৪৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
রাশিয়া সঙ্গে যৌথ উদ্যোগে যাত্রীবাহী বিমান বানাবে ইরান

রাশিয়া ও ইরান যৌথভাবে ৭০ থেকে ১০০ সিটের যাত্রীবাহী বিমান এবং কেএ-২২৬ হেলিকপ্টার তৈরি করার পরিকল্পনা করছে। এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে বলে জানান ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী মানুচেহের মানতেকি। খবর মিডলইস্ট আইয়ের।

আরোও পড়ুন ।জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা থেকে ইরান বহিষ্কার

তিনি গত বৃহস্পতিবার তেহরানে ইরানের ১১তম আন্তর্জাতিক বিমান ও মহাকাশ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। এই প্রদর্শনীকে ইরানের বিমান নির্মাণ শিল্পের কৌশলগত সহযোগিতা ও অগ্রগতির সূচনা বিন্দু বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, এই প্রদর্শনীর একটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য হলো নেটওয়ার্কিং এবং বিমান শিল্পে কাঙ্ক্ষিত লক্ষ্যগুলি অর্জনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা। এর আগে গত আগস্ট মাসে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান মোহাম্মাদ মোহাম্মাদি-বাখশ তার দেশে নিজস্ব প্রযুক্তিতে ৫০ সিটের যাত্রীবাহী বিমান নির্মাণের কর্মসূচি উন্মোচন করেন। ইরানের বিমান চলাচল খাতের বিরুদ্ধে পশ্চিমাদের ‘পূর্ণ-মাত্রার যুদ্ধ’ মোকাবিলা করার লক্ষ্যে এ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন