নিউইয়র্ক     শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবারের জন্মদিনে জমকালো আয়োজন নেই কেন পরীমণির?

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩ | ০১:৫৪ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ | ০১:৫৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
এবারের জন্মদিনে জমকালো আয়োজন নেই কেন পরীমণির?

পরীমণি (ছবি ফেসবুক থেকে সংগৃহীত)

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জন্মদিন মঙ্গলবার। জন্মদিন, অথচ তেমন আয়োজনের ঘনঘটা নেই এবার। নেই সাজসাজ রবও। পরীমণিও আছেন অনেকটা চুপচাপ! হয়তো এই ঘটনায় অনেকে চমকে যেতে পারেন। কারণ গত কয়েক বছর ধরে তিনি বেশ জমকালো ভাবেই উদযাপন করেন এই দিনটি। জন্মদিন নিয়ে গণমাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। তাহলে এবার কেন অনীহা আয়োজন নিয়ে। প্রশ্ন জাগতে পারে পরীর এবার কী হয়েছে? মহাসমারোহে জন্মদিন উদযাপন করা পরীমণির নীরব থাকার কারণটাও জানা গেল অবশেষে। নিজেই জানালেন সেই কথা।

বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, ‘জন্মদিনটা আমার জন্য বরাবরই আনন্দের এবং বিশেষ কিছু। আর সেই জন্মদিনের কেকটা কাটি আমার জীবনের বিশেষ ও গুরুত্বপূর্ণ মানুষ নানার হাত ধরে। তবে অসুস্থতার কারণে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নানা। বেশ কয়েকদিন ধরেই তিনি হাসপাতালে আছেন।’
নানার অসুস্থতার কারণে শুটিং থেকেও ছুটি নিয়েছিলেন পরী। সবমিলিয়ে জাঁকজমকপূর্ণভাবে জন্মদিন উদযাপনের অবস্থায় নেই বলেই জানালেন এই অভিনেত্রী।

তবে ২৪ অক্টোবর না পারলেও সবাইকে নিয়ে একটু দেরিতে হলেও জন্মদিনের অনুষ্ঠনটা উদযাপন করতে চান তিনি। পরীমণি অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবি হলো- ‘রক্ত’, ‘ধূমকেতু’, ‘অন্তরজ্বালা’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘স্ফুলিঙ্গ’, ‘মুখোশ’, ‘মা’ ইত্যাদি। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন