নিউইয়র্ক     শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘের বৈঠকে

ইউক্রেনে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২২ | ১২:০৫ অপরাহ্ণ | আপডেট: ২০ অক্টোবর ২০২২ | ১২:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
ইউক্রেনে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার রাশিয়ার

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের তৈরি ড্রোন ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। এদিকে, ইউক্রেনের প্রতি সমর্থন থাকলেও দেশটির কাছে অস্ত্র বিক্রি না করার ঘোষণা দিয়েছে ইসরাইল। ইউক্রেনে বেশ কিছুদিন ধরেই ইরানের তৈরি শহীদ-ওয়ান থ্রি সিক্স ও কামিকাজে ড্রোন ব্যবহারের অভিযোগ করে আসছিলো যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলো। এ পর্যন্ত দুই শতাধিক ইরানি ড্রোন হামলার অভিযোগ জানিয়েছে কিয়েভও।

এনিয়ে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স অভিযোগ জানালেও, এ বিষয়ে জাতিসংঘের তদন্তের কোনো এখতিয়ার নেই বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ইউক্রেনকে অস্ত্রের বদলে উন্নত রাডার ব্যবস্থা দেয়ার আশ্বাস দিয়েছে ইসরাইল।

এদিকে, ইউক্রেনের রুশ অধিকৃত চার অঞ্চলে সামরিক আইন জারির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। অবস্থা আরও খারাপের দিকে যাওয়ায় এরইমধ্যে দক্ষিণাঞ্চলীয় খেরসন ছেড়ে পালিয়েছেন রুশ নাগরিকসহ ৫০ থেকে ৬০ হাজারের বেশি মানুষ। অবিলম্বে নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছে ভারতও।

শেয়ার করুন