নিউইয়র্ক     রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আস্থাভোটে উতরে গেলেন থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২২ | ১০:০৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ জুলাই ২০২২ | ১০:০৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
আস্থাভোটে উতরে গেলেন থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ

আস্থাভোটে উতরে গেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা ও মন্ত্রিসভার আরও ১০ সদস্য। গতকাল শনিবার অনুষ্ঠিত এ ভোটে সাবেক সেনাপ্রধান প্রায়ুথ পান ২৫৬ ভোট। তাঁর বিপক্ষে ভোট পড়ে ২০৬টি। ৪৭৭ আসনের এই পার্লামেন্টে একজন প্রধানমন্ত্রীকে পদচ্যুত করতে ২৩৯ সদস্যের ভোটের প্রয়োজন পড়ে। আগামী বছরের নির্বাচনের আগে এটাই ছিল প্রায়ুথের সর্বশেষ বড় পরীক্ষা। আগামী বছরের মে পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন।
আস্থাভোটে জিতে যাওয়ার পর সরকারের মুখপাত্র ওয়াংবুনকোংচানা বলেন, অনাস্থা নিয়ে বিতর্ক শেষ হয়েছে। আমরা এখন জনগণ ও দেশের স্বার্থে বিরোধীদের আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আহ্বান জানাই।
প্রায়ুথের বিরুদ্ধে অভিযোগ, ২০১৯ সালের নির্বাচনে যেসব নিয়মকানুন প্রণয়ন করা হয়, তা প্রায়ুথকে প্রধানমন্ত্রী বানাতেই করা হয়েছিল। তবে প্রায়ুথ শুরু থেকেই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। তারপরও প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এ নিয়ে চারবার তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হলো। বিবিসি।

শেয়ার করুন