নিউইয়র্ক     সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আফগানদের ভিসা দেওয়া চালু করছে চীন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২২ | ১২:১৭ অপরাহ্ণ | আপডেট: ৩০ জুলাই ২০২২ | ১২:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
আফগানদের ভিসা দেওয়া চালু করছে চীন

চীন আগামী ১ আগস্ট থেকে আফগানদের ভিসা দেওয়া শুরু করবে। এছাড়া আফগানিস্তান থেকে আমদানিতে ৯৮ ভাগ কর ছাড় দেবে বেইজিং।

আজ শুক্রবার (২৯ জুলাই) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।বৃহস্পতিবার উজবেকিস্তানে আফগানিস্তানের তালেবান-নিযুক্ত পররাষ্ট্র বিষয়ক প্রধানের সাথে দেখা করে এ ঘোষণা দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে ওয়াং বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর আফগানিস্তানেও সম্প্রসারিত করার কথা ভাবা হচ্ছে।

এ সময় তিনি আফগানিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ বন্ধে পশ্চিমাদের প্রতি আহ্বান জানান।

তবে চীন এখনো আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

শেয়ার করুন