১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

‘সাউথ এশিয়ান ফর জোহরান’ গঠিত, ৬ সেপ্টেম্বর ডাইভার্সিটি প্লাজায় র‌্যালি

‘সাউথ এশিয়ান ফর জোহরান’ গঠিত, ৬ সেপ্টেম্বর ডাইভার্সিটি প্লাজায় র‌্যালি

সিটির জ্যাকসন হাইটস সানাই রেস্টুরেন্টে ‘সাউথ এশিয়ান ফর জোহরান’র নির্বাচনী টিমের কমিটি গঠনের লক্ষ্যে ২৩ আগস্ট শনিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের আমন্ত্রণে সাউথএশিয়ার বিভিন্ন দেশের লিডাররা সমবেত হন।

কম্যুনিটি লিডার আব্দুর রহিম হাওলাদারসহ সকলের অনুমতিক্রমে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান তার স্বাগত বক্তব্যেও মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। এরপর বক্তব্য রাখেন পাকিস্তানি এটর্নি খালেদ আজম এবং পাকিস্তানী ব্যবসায়ী শফিউল্লাহ মাহমুদ, ইন্ডিয়ান কমিউনিটির দীপক শর্মা, নেপালি কমিউনিটির ওরগান সেপ্রা এবং তুলসী চক্রদার, শ্রীলংকা কমিউনিটির আরসাত, বাংলাদেশী কমিউনিটি থেকে শাহনেওয়াজ, এটর্নি মঈন চৌধুরী, ফখরুল ইসলাম দেলোয়ার, আব্দুর রহিম হাওলাদার, কাজী ফৌজিয়া, রিটায়ার্ড পুলিশ কর্মকর্তা শামসুল হক,তরিকুল হোসাইন বাদল, ফারহান আব্দুর রহমান।

বিস্তারিত আলোচনা শেষে আসন্ন মেয়র নির্বাচনে জোহরান মামদানির বিজয় নিশ্চিতকল্পে নিউইয়র্কে দক্ষিণ এশিয়ান কমিউনিটির ভোট ব্যাংকের পুরোটাই সরব করার সংকল্পে খালিদ আজমকে আহবায়ক এবং ফখরুল ইসলাম দেলোয়ারকে সদস্য-সচিব করে শক্তিশালী একটি কমিটি ঘোষণা করা হয়। ‘সাউথ এশিয়ান ফর জোহরান’ শীর্ষক এই প্রচারটিমের অপর কর্মকর্তারা হলেন : আরসাত-চেয়ার (শ্রীলংকা), মূল সমন্বয়ক- এটর্নি মঈন চৌধুরী (বাংলাদেশ), কো-চেয়ার- গিয়াস আহমেদ, (বাংলাদেশ), তুলসী চক্রদার (নেপাল), শফিউল্লাহ মাহমুদ (পাকিস্তান) এবং গুরুচরণ(ইন্ডিয়া), চিফ অ্যাডভাইজার (বাংলাদেশ), অর্গানাইজিং সেক্রেটারি-ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান (বাংলাদেশ), সিনিয়র এডভাইজার- আব্দুর রহিম হাওলাদার (বাংলাদেশ), যুগ্ম আহবায়ক- ওরগান সেপ্রা (নেপাল) এবং দীপক শর্মা (ইন্ডিয়া), অ্যাডভাইজার-রাশেক মালিক (বাংলাদেশ), তরিকুল হোসাইন বাদল (বাংলাদেশ), রিটায়ার্ড পুলিশ কর্মকর্তা শামসুল হক (বাংলাদেশ), সারোয়ার খান বাবু (বাংলাদেশ), আদিত্য (নেপাল)। কমিটিতে আরো আছেন ফারহান আব্দুর রহমান-যুবসমন্বয়ক (বাংলাদেশ), ওয়াহিদ খান-সমন্বয়ক (পাকিস্তান), গুলিস্তান-অ্যাডভাইজার (আফগানিস্তান), রিয়াজ-সমন্বয়ক (শ্রীলংকা ), জামিল হারুন-সমন্বয়ক (শ্রীলংকা ),

রিজভী-সমন্বয়ক (শ্রীলংকা), নাসের রাসেল-সমন্বয়ক (বাংলাদেশ) এবং প্রিসিলা ফাতেমা- ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বাংলাদেশ)। গঠিত কমিটির উদ্যোগে ৬ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টা থেকে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় র্যালি অনুষ্ঠিত হবে এবং সেখানেই মেয়র প্রার্থী জোহরান মামদানিকে পরিচয় করিয়ে দেয়া হবে। সে সময়ে সিটিজেনশিপ গ্রহণকারিরা ভোটার হিসেবে তালিকাভুক্ত হতেও পারবেন।