গত ২৮ জুন শনিবার সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সহ-সভাপতি-১(২০২৪) এডভোকেট মোঃ জালাল উদ্দিন -কে নিয়ে নিউইয়র্ক -এর জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্ট-এর পার্টি হলে জালালাবাদ ল’সোসাইটি ইউএসএ- এর বিশেষ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ ল’ সোসাইটি ইউএসএ-এর সভাপতি এডভোকেট এমাদ উদ্দিন।এডভোকেট মোঃ আতিকুর রহমান শাবু-এর সাবলীল উপস্হাপনায় সভায় বক্তব্য রাখেন:- জালালাবাদ ল’ সোসাইটির উপদেষ্টা এডভোকেট শাহ ফরিদ আহমেদ, জালালাবাদ ল’সোসাইটির সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাই কাইয়ূম, এডভোকেট মঈন উদ্দীন আহমেদ, এডভোকেট ওলিউল্লাহ আল মারুফ, এডভোকেট মুহাম্মদ মুহিউদ্দিন, সাবেক ব্যাংকার মুকিম উদ্দিন, সংবর্ধিত অথিতি এডভোকেট মোঃ জালাল উদ্দিন ও জালালাবাদ ল’ সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী। সভাশেষে চা-নাস্তা আপ্যায়ন করা হয়। সংবাদ প্রেরক সুফিয়ান আহমদ চৌধুরী