২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিউইয়র্কে যাত্রা শুরু করলো ইবরার টিপুর মিউজিক একাডেমি

সংগীতের সব অঙ্গনে সমান দখল এমন সংগীত পরিচালকদের নাম নিলে প্রথম সারিতে থাকবে ইবরার টিপুর নাম। তিনি একাধারে সুরকার, সংগীত পরিচালক ও গায়ক। দেশ-দেশের বাইরে অনেকের সঙ্গেই কাজ করেছেন জাতীয় আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত এই গায়ক। এরই ধারাবাহিকতায় এবার নিউইয়র্কের জামাইকায় নিজেই প্রতিষ্ঠা করেছেন সংগীতের প্রতিষ্ঠান। যার নাম ‘ইবরার টিপু মিউজিক একাডেমি’।

এই একাডেমির উদ্বোধন অনুষ্ঠান হয় আশা গ্রুপের ভবনে । পুরো আয়োজনটাই ছিল মনোমুগ্ধকর। সঙ্গীত ও মানুষের মধ্যে এ এক মেলবন্ধন। অনুষ্ঠানে প্রবাসী বাঙালিরা উপস্থিত ছিলেন। এখানে গিটার, কিবোর্ড, পিয়ানো ও সংগীত শেখানো হবে। ইবরার টিপু মিউজিক একাডেমির ঠিকানা হলো ১৭৬-২০ জামাইকা এভিনিউ, প্রথম ফ্লোর, নিউইয়র্ক ১১৪৩২।

ইবরার বলেন, এখানে রিয়েলিস্টিকভাবে সংগীতের বিভিন্ন বিষয় শেখানো হবে। এই একাডেমী নিয়ে আমাদের আরো অনেক বড় পরিকল্পনা আছে। আমরা চাই বাঙালি সংস্কৃতির সাথে সবাই পরিচিত হোক। ইবরার টিপু সঙ্গীত ক্যারিয়ারের দুই দশক পার করেছেন। ১৯৯৭ সালে তার সুর করা প্রথম গান কণ্ঠে তুলে নিয়েছিলেন হাসান আবিদুর রেজা জুয়েল।

ইবরার টিপু বাংলাদেশে সংগীত বিষয়ক রিয়েলিটি শোতে একটি অনন্য পরিবেশনার অংশ হিসেবে তিন দিনে ২০ ঘণ্টারও বেশি সময় পিয়ানো বাজিয়েছেন। – জলি আহমেদ প্রেরিত