১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি
ঈদে মিলাদুন্নবীতে সরকারি ছুটির দাবি

ব্যতিক্রমী আয়োজনে গোল্ডেন এজ হোমকেয়ারের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

ব্যতিক্রমী আয়োজনে গোল্ডেন এজ হোমকেয়ারের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

ব্যতিক্রমী আয়োজনে নিউইয়র্কে বাংলাদেশী মালিকানাধীন জনপ্রিয় হোমকেয়ার সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোমকেয়ারের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।

কোন মসজিদ বা মিলনায়তন নয়, খোলা আকাশের নীচে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় গত ৮ সেপ্টেম্বর সোমবার বিকালে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান এই অংশ অংশ নেন। এই অনুষ্ঠানে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন বয়স্ক নাগরিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি কেবল ধর্মীয় তাৎপর্যই তুলে ধরেনি, বরং কমিউনিটিতে ঐক্য, সহমর্মিতা ও সামাজিক বন্ধনও জোরদার করেছে বলে মত সংশ্লিষ্টদের।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ঐদিন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গোল্ডেন এজ হোমকেয়ারের মুল প্রতিষ্ঠান শাহনেওয়াজ গ্রুপের (এসএনজি) চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শাহ নেওয়াজ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ষ্টেট অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মূলধারার রাজনীতিক ও ব্যবসায়ী, জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ, ইসলামী চিন্তাবীদ ড. মুতাওয়াক্কেল বিল্লাহ রাব্বানী, ইমাম কাজী কায়্যুম, প্রিন্সিপ্যাল আব্দুল মুসাব্বির, সৈয়দ মুসতানজিদ বিল্লাহ রাব্বানী, সাবেক সিটি কাউন্সিল মেম্বার হায়রাম মানসেরাত, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ফাহাদ সোলায়মান, জেবিবিএ’র সাধারণ সম্পাদক তারেক হাসান খান, স্থানীয় ১১৫ প্রিসিঙ্কটের নির্বাহী অফিসার জাগহাম আব্বাস প্রমুখ। অনুষ্ঠানে শাহনেওয়াজ গ্রুপের (এসএনজি) ভাইস-চেয়ারম্যান ও প্রবাসের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রানো নেওয়াজ সহ শিল্পী করীম হাওলাদার,

গোল্ডেন এজ হোমকেয়ারের ব্রুকলীন শাখার ম্যানেজার নওশেদ কামাল, সৈয়দ মোস্তাইন বিল্লাহ রাব্বানী হামদ-নাত পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক সাঈদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম কাজী কায়্যুম। এতে আলোচকরা বলেন, এই দেশে ৪.৫ মিলিয়ন মুসলমান বসবাস করেন। প্রতিবছর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এলে আমরা সরকারি ছুটির বিষয়টি আলোচনায় আনি। ২০১২ সাল থেকে আমরা এই দাবি তুলে আসছি। আমরা বিশ্বাস করি একদিন এই প্রস্তাব সংসদে পাশ হবে। সকল মুসলমানদের পক্ষ থেকে আমরা এই দাবি আদায় করবো।

যারা এই প্রজেক্টে কাজ করেছেন তাদের ভাষ্য অনুযায়ী, মহানবী (সাঃ) এর জন্মের সময় ৫৭১ ধরা হলে ইংরেজি মাস পড়ে এপ্রিল মাসে। আবার আরেক রেফারেন্স অনুযায়ী মহানবী (সাঃ) এর জন্মের সময় ৫৭০ ধরা হলে উনার জন্মের সময় পড়ে অগাস্টের প্রথম সোমবার। আমরা এই দিনটি সরকারি ছুটি হিসেবে চাইবো। এ ছাড়া অনুষ্ঠানে কমিউনিটি একসাথে ঈদ উদযাপনের জন্য ঈদগাহ এর বিষয়েও আলোজনা হয়।

এছাড়াও অনুষ্ঠানে কমিউনিটিতে অবদান রাখার জন্য স্থানীয় ১১৫ প্রিসিঙ্কটের পুলিশ কর্মকর্তাদেরকে প্ল্যাক প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। বিশেষ মুনাজাত আর তবারক বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। খবর ইউএনএ’র। সকল ছবি পরিচয় এর নিজস্ব