১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

বাংলাদেশী বংশোদ্ভূত এমি অ্যাওয়ার্ডজয়ী শামস আহমেদ গ্র্যামি একাডেমির ভোটিং সদস্য হিসেবে নির্বাচিত

বাংলাদেশী বংশোদ্ভূত এমি অ্যাওয়ার্ডজয়ী শামস আহমেদ গ্র্যামি একাডেমির ভোটিং সদস্য হিসেবে নির্বাচিত

সম্মানজনক এমি অ্যাওয়ার্ডজয়ী সঙ্গীত পরিচালক এবং পথপ্রদর্শক বাংলাদেশি-আমেরিকান সৃজনশীল ব্যক্তিত্ব শামস আহমেদকে বিশ্ববিখ্যাত গ্র্যামি পুরস্কারের আয়োজক প্রতিষ্ঠান দ্য রেকর্ডিং একাডেমি-র একজন ভোটিং সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

“এটি আমার পেশাগত জীবনের একটি বড় মাইলফলক,” বলেন শামস আহমেদ। “এই সম্মানজনক অবস্থানে পৌঁছাতে হলে, প্রথমে দুইজন প্রতিষ্ঠিত সদস্যের সুপারিশ লাগত এবং এরপর একাডেমির প্রেসিডেন্ট হার্ভে ম্যাসন জুনিয়রসহ শীর্ষ নেতৃত্ব কর্তৃক একটি পূর্ণাঙ্গ পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হতো।”

ভোটিং সদস্য হিসেবে শামস আহমেদ এখন গ্র্যামি মনোনয়ন এবং পুরস্কার বিজয়ী নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি আরও বলেন, “এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আমি প্রান্তিক শিল্পীদের কণ্ঠকে জোরালোভাবে তুলে ধরতে এবং শিল্প জগতে আরও বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চাই।”

এই নতুন অধ্যায়টি শামস আহমেদের সৃজনশীল উৎকর্ষ, সাংস্কৃতিক প্রভাব এবং সামাজিক ন্যায়ের প্রতি তার প্রতিশ্রুতি আরও শক্তিশালী করে তোলে।
২০২৩ সালে, শামস আহমেদ ইতিহাস সৃষ্টি করেন যখন তিনি ৪৪তম স্পোর্টস এমি অ্যাওয়ার্ডসে প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে বিজয়ী হন। সেই মুহূর্তটিকে তিনি বর্ণনা করেছিলেন “অবিশ্বাস্য” বলে।

শামস আহমেদ একজন গর্বিত নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয় স্নাতক। তিনি বাংলাদেশের একটি সুপরিচিত পরিবারের সন্তান এবং নিউজাসীর বাসিন্দা। তার মা হলেন রাজিয়া আহমেদ এবং পিতা ইন্জিনিয়ার সালাহ উদ্দিন আহমেদ তারেক একজন প্রখ্যাত গায়ক, সাংস্কৃতিক সংগঠক এবং BADV এর সাবেক সভাপতি, বহু দশক ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান সংগঠক, তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন এবং প্রতি বছর মুক্তধারা বইমেলায় ‘শৌখিন’ গানের দলের সাথে অংশগ্রহণ করেন।

শামস আহমেদ প্রয়াত শহিদ ডাঃ সামসুদ্দিন আহমেদের নাতি এবং প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদের এবং ডাঃ ফাতেমা আহমেদের ভাতিজা — একটি গৌরবময় বংশের উত্তরসূরি, যারা একাধারে জ্ঞান, সংস্কৃতি ও সমাজসেবার ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। – বার্তা প্রেরক মোহাম্মদ ইসলাম আরিফ