আসছে আগামী শুক্রবার ১৩ই জুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, বোষ্টন, ডাল্লাস, ডেট্রয়েটসহ আরো কয়েকটি সিটিতে মুক্তি পাচ্ছে এবারের ঈদের প্রধান আকর্ষণ নন্দিত পরচালক রায়হান রাফি ও মেগাস্টার শাকিব খান এর ছায়াছবি বাংলাদেশে ইতোমধ্যে আলোড়ন তোলা এ বছরের সব চাইতে প্রতিক্ষীত ছায়াছবি “তান্ডব”।
এই ছবিতেই মেগাস্টার শাকিব খান আর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেএী জয়া আহসান পর্দায় আসছেন “হিট মেশিন” পরিচালক রায়হান রাফি’র পরিচালনায়।
আমেরিকা , কানাডা , ইতালী , সুইডেন , ডেনমার্ক এবং পরতুগালে “তান্ডব” পরিবেশনায় থাকছে যুক্তরাষ্ট্রের বায়োস্কোপ ফিল্মস ।
আরো উল্লেখ্য “তান্ডব” হচ্ছে গত ৮ বছরে যুক্তরাষ্ট্রের বায়োস্কোপ ফিল্মস এর ৫০তম পরিবেশনা । এই উপলক্ষে বায়োস্কোপ ফিল্মস এর নওশাবা রশিদ ও রাজ হামিদ জানিয়েছেন, অবশেষে, গত ৮ বছরের এই পথ চলায় কিছু একটা মাইলফলকে পৌছুতে পেরেছি আমরা।
গত বুধবার ২৮ শে মে, বায়োস্কোপ ফিল্মস এর পক্ষ থেকে আমাদের ৫০তম ফিল্ম রিলিজ এর ঘোষনা দিতে পেরে আমরা আনন্দিত ।
আকাশ চুম্বী জনপ্রিয়তার শীর্ষে মেগা স্টার শাকিব খান এবং আন্তর্জাতিক ভাবে সমাদৃত এবং পুরস্কৃত দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এই প্রথম বার এক সাথে চলচ্চিত্রের পর্দায় আসছেন ঈদের পরপরই ১৩ জুন যুক্তরাষ্ট্র , কানাডা , ইতালী , ডেনমার্ক , সুইডেন এবং পরতুগালে মুক্তি প্রতীক্ষিত
“তান্ডব” ছবিতে । “তান্ডব” হবে বায়োস্কোপ ফিল্মস এর ৫০তম পরিবেশনা। উপরের দু’জন ছাড়াও আমাদের আরেকজন প্রিয় মানুষ জড়িত আছেন “তান্ডব” এ।
তিনি আর কেউ নন, আমাদের প্রচণ্ড প্রিয় মানুষ – বাংলাদেশের ক্রিস্টফের নোলান – পরিচালক রায়হান রাফি। একে একে ‘ব্যাক টু ব্যাক’ হিট ছবি উপহার দিয়ে চলেছেন রায়হান রাফি । এবং আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি, রায়হান রাফি’র সাথে আমরা আছি শুরু থেকেই । “পোড়ামন ২”, “পরাণ” , “সুড়ঙ্গ” এবং “তুফান” প্রতিটিই বায়োস্কোপ ফিল্মস এর গর্ব ভর পরিবেশনা – আর এখন “তান্ডব” হবে আমাদের ৫ম রায়হান রাফি ফিল্ম। সবাইকে “তান্ডব” দেখার আমন্ত্রণ।