নিউইয়র্ক     শুক্রবার, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশি শিক্ষার্থীদের ‘গ্রীন কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৪ | ০২:০৮ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ জুন ২০২৪ | ০২:০৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিদেশি শিক্ষার্থীদের ‘গ্রীন কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র থেকে স্নাতক ডিগ্রি শেষ করা বিদেশিদের গ্রিন কার্ড দেওয়া হবে—এমন প্রতিশ্রুতি দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার, ২০ জুন প্রচারিত অল-ইন পডকাস্টে তাকে এমন প্রতিশ্রুতি দিতে শোনা গেছে। এর মাধ্যমে অভিবাসীদের প্রতি তার কঠোর দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ডোনাল্ড ট্রাম্পের মতে, যদি কেউ কোনো মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন, তাদের এর অংশ হিসেবে তার সে দেশে থাকার জন্য সয়ংক্রিয়ভাবে গ্রিন কার্ড পাওয়া উচিত।

যারা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই বছরের প্রগ্রাম শেষ করবে বা ডক্টরেট ডিগ্রি অর্জন করবেন তাদেরও এর আওতায় আনা উচিত।

মার্কিন নাগরিককে বিয়ে করেছেন—এমন প্রায় পাঁচ লাখ অনিয়মিত অভিবাসীকে সম্প্রতি নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পরই গত ২০ জুন বৃহস্পতিবার ট্রাম্প অল-ইন পডকাস্টকে এমন কথা বললেন। যুক্তরাষ্ট্রে স্থায়ী আবাসন কার্ডই সাধারণত গ্রীন কার্ড নামে পরিচিত। এটি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার জন্য প্রথম পদক্ষেপ।

বিশ্বের সেরা ও উদীয়মান শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আনতে সাহায্য করার প্রতিশ্রুতি দেবেন কি না এ বিষয়ে জানতে চাইলে জবাবে ট্রাম্প বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি।’

আগামী নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী বলেন, তিনি এমন অনেকের কথা জানেন, যারা যুক্তরাষ্ট্রের নামকরা বা সাধারণ কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন। এখন সে দেশে থাকতে খুব আগ্রহী।

কিন্তু তারা সেটি পারছেন না। পরে তারা নিজেদের দেশে ফেরত যান।

ট্রাম্প আরো বলেন, মার্কিন প্রতিষ্ঠানগুলোতে দক্ষ জনবল দরকার। কিন্তু যুক্তরাষ্ট্রে স্নাতক শেষ করা বিদেশিরা মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারেন না। কারণ তারা যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন বলে মনে করেন না।

তিনি ক্ষমতায় আসার প্রথম দিনই এমন অবস্থার অবসান হবে।

ট্রাম্প বলেন, কলেজ থেকে স্নাতক ডিগ্রি বা জুনিয়র কলেজ হিসেবে পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও কেউ দুই বছরের প্রোগ্রাম শেষ করতে পারলে তাঁরা গ্রিন কার্ড পাবেন। ডক্টরেট গ্র্যাজুয়েটধারীরাও এই কার্ড পাবেন।

পডকাস্টে শুরুতে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি ‘বিশ্বের সেরা এবং উদীয়মান শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আনতে সাহায্য করার প্রতিশ্রুতি দেবেন কি না। জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি।’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এমন অনেকের কথা জানি, যাঁরা এখানকার নামকরা বা সাধারণ কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন এবং তাঁরা এখানে থাকতে মরিয়া…কিন্তু পারছেন না।’

ট্রাম্প বলেন, তাঁরা ভারতে ফিরে যাচ্ছেন, চীনে ফিরে যাচ্ছেন। তাঁরা সেখানে গিয়ে একই ধরনের কোম্পানি চালু করছেন এবং তাঁরা হাজারো জনবল নিয়োগ দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠছেন।

আগামী নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী আরও বলেন, মার্কিন প্রতিষ্ঠানগুলোতে করিৎকর্মা জনবল দরকার। কিন্তু তারা এখানকার কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো চুক্তিও করতে পারেন না। কারণ, তাঁরা মনে করেন না, তাঁরা এ দেশে থাকতে পারবেন। আর কাজটি প্রথম দিনেই (ট্রাম্পের ক্ষমতায় আসার প্রথম দিন) শেষ করা হবে।

২০১৭-২১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির নির্দেশ দিয়েছিলেন এবং বেশির ভাগ মুসলিম দেশের নাগরিকদের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

শেয়ার করুন