নিউইয়র্ক     মঙ্গলবার, ২৫শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১১ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

১০ নভেম্বর নিউ ইয়র্কে প্রথম আমেরিকান কারি এওয়ার্ড ২০২৪ অনুষ্টান 

পরিচয় রিপোর্ট

প্রকাশ: ১৬ জুন ২০২৪ | ০৬:১৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ জুন ২০২৪ | ০৬:১৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
১০ নভেম্বর নিউ ইয়র্কে প্রথম আমেরিকান কারি এওয়ার্ড ২০২৪ অনুষ্টান 

অপেক্ষার পালা শেষ। আগামি ১০ নভেম্বর, রবিবা  নিউ ইয়র্কের কুইন্সের নয়নাভিরাম ভেনু্ টেরেস অন দ্যা পার্কে  অনুষ্ঠিত হচ্ছে আমেরিকান কারি এওয়ার্ড   (AMERICAN CURRY AWARDS 2024) এর প্রথম মেগা আসর। ‌’আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ আয়োজনের পেছনে আছেন দুজন সফল, পরীক্ষিত ও খ্যাতিমান মানুষ। তাদের একজন বৃটিশ কারি অ্যাওয়ার্ড বিজয়ী মাস্টার শেফ খলিলুর রহমান। নিউইয়র্ক তথা আমেরিকার অত্যন্ত সুপরিচিত মাস্টার শেফ খলিল ও তার প্রতিষ্ঠিত খলিল বিরিয়ানি হাউজ। রন্ধন শিল্পে অসামান্য অবদানের জন্য তিনি লাভ করেছেন যুক্তরাষ্ট্রের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘প্রেসিডেন্সিয়াল লাইফ টাইম এওয়ার্ড’। আমেরিকান কারি অ্যাওয়ার্ড-এর আরেক উদ্যোক্তা এনামুল হক এনাম। যিনি বাংলাদেশ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য উল্লেখযোগ্য আয়োজনের মূল নেপথ্য কারিগর। তিনি আমেরিকার জনপ্রিয় ম্যাগাজিন বিজনেস আমেরিকা এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় বিজনেস ম্যাগাজিন অর্থকন্ঠের প্রতিষ্ঠাতা ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গুরুত্বস বাংলা চেম্বার অফ কমার্সের লিটন আহমেদ, গ্যালাক্সি মিডিয়া ও আইহোপ ডিজাইনের বতদরুদ্দোজা সাগর ও বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা হিমেল আশরাফ। আশা করা যাচ্চৈ  যুক্তরাষ্ট্র ওবিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান ও জনপ্রিয় শেফরা অংশ নেবেন আমেরিকান কারি অ্যাওয়ার্ড-এর এই মেগা ইভেন্টে।

Date: November 10, 2024 (Sunday) Venue: TERRACE on the PARK, 5211 111 TH STREET, FLUSHING MEADOWS PARK, QUEENS, NY 11368, USAপূর্ণ অনেক উদ্যোগের প্রধান আয়োজক। আয়োজনে আরো সংযুক্ত হয়েছেন ইউএ

শেয়ার করুন