নিউইয়র্ক     মঙ্গলবার, ২৫শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১১ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

উত্তর আমেরিকায় ঈদুল আজহা ১৬ জুন, নিউ ইয়র্কে ঈদের জামাত সময়সূচি  

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৪ | ০৬:২১ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ জুন ২০২৪ | ০৬:২২ পূর্বাহ্ণ

ফলো করুন-
উত্তর আমেরিকায় ঈদুল আজহা ১৬ জুন, নিউ ইয়র্কে ঈদের জামাত সময়সূচি  

সৌদি আরবের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ অবস্থায় ৭ জুন জিলহজ মাসের প্রথম দিন এবং ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৫ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস ও ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। উল্লেখ্য, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৫ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস ও ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের স‚চনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তা নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের ৯ম দিনে।

সৌদি আরবের জিলহজ মাসের চাঁদ দেখার প্রেক্ষিতে নিউইয়র্ক তথা উত্তর আমেরিকায় আগামী ১৬ জুন রোববার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বলে অধিকাংশ মসজিদ সূত্রে জানা গেছে। নিউইয়র্কের মসজিদগুলোর মধ্যে জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর উদ্যোগে রোববার সকাল সাড়ে ৮টায় ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে স্থানীয় টমাস এডিসন হাইস্কুল সংলগ্ন খেলার মাঠে। তবে আবহাওয়া প্রতিক‚ল থাকলে জেএমসি ভবনে তিনটি ঈদের জামাত হবে যথাক্রমে সকাল ৮টা, ৯টা ও ১০টায়। জেএমসি’র ঈদের জামাতে নারী-পুরুষ সকলের একত্রে নামাজ পড়ার ব্যবস্থা থাকবে।

জ্যামাইকার আলাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে নবনির্মত মসজিদ ভবনে (৮৮-৪৯ ১৭৯ প্লেস, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২) ঈদুল আজহার তিনটি জামাত হবে যথাক্রমে সকাল সাড়ে ৬টায়, সকাল ৮টায় এবং ৯টায়।

মসজিদ মিশন সেন্টারের (হাজী ক্যাম্প মসজিদ) উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল সাড়ে ৬টায়, সাড়ে ৭টায় ও সকাল ৯টায় মসজিদ ভবনে।

আমেরিকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হবে ৪টি। সকাল ৫টা ৪৫ এবং সকাল ৬টা ৪৫ মিনিটে প্রথম ও দ্বিতীয় জামাত হবে এএমসি ভবনে আর তৃতীয় ও চতুর্থ জামাত হবে যথাক্রমে সকাল ৮টা ও সকাল ১০টায় স্থানীয় রুফস কিং পার্ক মাঠে।

ইকনা মসজিদের উদ্যোগে ঈদের জামাত হবে ২টি যথাক্রমে সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ৮টায়।

দারুস সালাম মসজিদের উদ্যোগে মসজিদ ভবনে ঈদের জামাত হবে ৪টি যথাক্রমে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা ও সকাল ১০টায়। প্রথম জামাত ব্যতিত অন্য সকল জামাতে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও নামাজের ব্যবস্থা থাকবে।

আল কুবা ইসলামিক সেন্টার অব জ্যামাইকার উদ্যোগে ঈদের জামাত হবে সকাল ৮টায় সাউথ জ্যামাইকার পিএস ৫০ স্কুলের মাঠে। প্রতিকূল আবহাওয়ায়  মসজিদ ভবনে ঈদের জামাত হবে তিনটি যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সকাল সাড়ে ৮টা ও সকাল সাড়ে ৯টায়।

জ্যাকসন হাইটস: জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের দুটি জামাত হবে মসজিদ সংলগ্ন ৭৩ স্ট্রীটে (রুজভেল্ট এবং ৪১ এভিনিউর মাঝে) সকাল ৮টা ও সকাল ৯টায়।

জ্যাকসন হাইটসের মুনা সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হবে খোলা রাস্তায় মসজিদ সংলগ্ন ৩৫-৩৫ ৭১ স্ট্রীটের উপর সকাল ৮টায়।

নিউইয়র্ক ঈদ গাঁহ-এর উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৬টা, ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়।

ম্যানহাটানাস্থ মদিনা মসজিদের উদ্যোগে ঈদের জামাত হবে একই দিন সকাল সাড়ে ৮টায় মসজিদ সংলগ্ন মাঠে।

ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হবে  সকাল সাড়ে ৮টায় স্থানীয় পিএস ১২৭ এর মাঠে। প্রতিকূল আবহাওয়ায়  মসজিদ ভবনে ঈদের জামাত হবে দু’টি যথাক্রমে ৮টা ও ৯টায়।

ওজনপার্ক: ওজনপার্কের আল ফুরকান মজিদের উদ্যোগে ঈদের দুটি জামাত হবে যথাক্রমে সকাল সাড়ে ৮টায় ও সকাল ৯টায় মসজিদের সামনে ৭৬ এন্ড গেøনমোর এভিনিউতে।

ওজনপার্কের ফুলতলী ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় স্থানীয় পিএস ৬৪ স্কুলের মাঠে (৮২ ও ৮৩ স্ট্রীট, ১০১ এভিনিউ)।

এস্টোরিয়া: এস্টোরিয়ার আল-আমীন ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় মসজিদ সংলগ্ন স্থানীয় ৩৬  ষ্ট্রিটে (৩৬ ও ৩৭ এভিনিউর মাঝে) খোলা রাস্তায়। প্রতিকূল আবহাওয়ায়  মসজিদ ভবনে ঈদের জামাত হবে তিনটি যথাক্রমে সকাল ৭টা, সকাল ৮টা ও সকাল ৯টায়।

ব্রæকলীন: ব্রæকলীনের বায়তুল জান্নাহ জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হবে স্থানীয় ৫৬৯ ম্যাকডোনাল্ড এভিনিউর উপর সুবিশাল রাস্তায়। প্রতিকূল আবহাওয়ায় মসজিদ ভবনে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬টা থেকে।

ব্রæকলীন ইসলামিক সেন্টার আল ত্যেহিদ মসজিদের উদ্যোগে ঈদের জামাত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে স্থানীয় প্রসপেক্ট পার্কের প্যারেড গ্রাউন্ডের ফিল্ড ৮-এ।

ব্রঙ্কস: ব্রঙ্কসের ক্যাসেলহীল আইডিয়াল ইসলামিক সেন্টারের উদ্যোগে ২১০০-২১৪৬ টার্নবুল এভিনিউতে  (প্লে গ্রাউন্ড) ঈদের জামাত হবে সকাল ৮টায়।

নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার এন্ড মসজিদের উদ্যোগে ঈদের জামাত হবে দুটি যথাক্রমে সকাল ৮টা ও সকাল ৯টায় স্থানীয় রিভারভিউ ওভাল পার্কে।

বায়তুল ইসলাম মসজিদ এন্ড কমিউনিটি সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। খবর ইউএনএ’র।

শেয়ার করুন