নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শীতার্তদের মাঝে নিউইয়র্ক বাংলাদেশি লায়ন্স ক্লাবের কম্বল বিতরন

পরিচয় রিপোর্ট

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩ | ১২:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ | ১২:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
শীতার্তদের মাঝে নিউইয়র্ক বাংলাদেশি লায়ন্স ক্লাবের কম্বল বিতরন

পরিচয় ডেস্ক : গত বুধবার ১২ ডিসেম্বর নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সদস্যরা জ্যাকসন হাইটসে স্বল্প আয়ের জনসাধারনের মধ্যে কম্বল বিতরন করে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কম্বল বিতরন কর্মসূচির প্রধান সমন্বয়কারী ও ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ সাঈদ।

সভাপতির বক্তব্যে জনাব শাহ নেওয়াজ বলেন, মানব কল্যাণে লায়ন্স ক্লাব এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। সহসাই ব্রুকলিনের ওজনপার্ক ও ব্রংকসে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হবে। তিনি বলেন, কমিউনিটির অনেক মানুষ কম্বলের অভাবে শীতে কষ্ট পাচ্ছেন। তাদের খুঁজে বের করে লায়ন্সরা শীত বস্ত্র পৌঁছে দিয়ে আসবে। তিনি শীতবস্ত্র বিতরন কর্মসূচির পাশাপাশি ‘রক্তদান কর্মসূচির কথাও তুলে ধরেন। আগামী ২৩ ডিসেম্বর নবান্ন পার্টি হলে লায়ন্স ক্লাবের উদ্যোগে ‘রক্তদান’ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কম্বল বিতরন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের সেক্রেটারি লায়ন জেএফএম রাসেল, সাবেক সভাপতি ও লায়ন্স ডিস্ট্রিক্ট ভাইস গভর্নর লায়ন আসেফ বারী টুটুল, ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন এডভোকেট মতিউর রহমান, ব্লাংকেট ডিস্ট্রিবিউশন কর্মসূচির কনভেনর লায়ন মোহাম্মদ কে. চিশতি সিপিএ, মেম্বার সেক্রেটারি লায়ন মাসুদ রানা তপন ও কো-কর্ডিনেটর এমডি তরিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন রকি আলিয়ান, সাইফুল ইসলাম, এডভোকেট নাসির উদ্দীন,মশিউর রহমান মজুমদার, কামরুল মজুমদার, রুহুল আমীন,এমডি ওমর ফারুক,এ এস এম উদ্দিন পিন্টু,আনিসুল ইসলাম টনি ও আসাদ চৌধুরী।

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব প্রথম পর্বে বুধবার ১৫০টি কম্বল বিতরন করেছে। ক্লাব সদস্যদের স্বেচ্ছা প্রণোদিত অর্থে এই জনসেবামূলক কর্মসূচি শুরু হয়েছে। মানব কল্যাণে তা অব্যাহত থাকবে বলে কর্মকর্তরা জানিয়েছেন।

শেয়ার করুন