নিউইয়র্ক     মঙ্গলবার, ২৫শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১১ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে সাহিত্য একাডেমির মাসিক আসরে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৪ | ০৫:৫০ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ জুন ২০২৪ | ০৫:৫০ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্কে সাহিত্য একাডেমির মাসিক আসরে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা

নিউইয়র্কে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে ৩১ মে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ‘সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’র মাসিক সাহিত্য আসর। এবারের আসরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। পুরো আসরটি পরিচালনায় ছিলেন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।

‘যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ’ কবি মুহম্মদ নূরুল হুদার কবিতাটি আবৃত্তিকার পারভীন সুলতানার আবৃত্তির মধ্য দিয়ে আসরের সূচনা হয়। আসরে আলোচনায় অংশ নিয়ে কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, এই আসরে আমার গুরু কবি শহীদ কাদরীকে আমি দেখতে পাচ্ছি। ভালো লাগছে তিনি এসেছিলেন বলেই বদলে গেছে এই শহরটি। তাঁর তিরোধানের পর তাঁকে আবার ধারণ করেছে বাংলার মাটি মা। আমি তখনই বুঝতে পেরেছি, যে যতদূরেই যাক তিনি বাংলার মাটিতেই থাকেন, বাংলার আকাশেই থাকেন, অথবা বাংলা বিস্তারে থাকেন৷ কবিতার পাদ্রী কবি শহীদ কাদরীর অন্তর থেকে উঠে আসা সৃষ্টিশীলতার এক প্রবাহ, যে প্রবাহ তিনি রেখেছিলেন বাংলাদেশে, সে প্রবাহের অনুরূপ একটি প্রবাহ তিনি সৃষ্টি কর‍তে পেরেছেন এই শহরে, এবং সাহিত্য একাডেমিতে এর চর্চা আমি দেখতে পাচ্ছি। স্বীকার করতে চাই, আজ সাহিত্য একাডেমিতে যে কবিতাগুলো শুনেছি অধিকাংশ কবিতা আমার ভালো লেগেছে। তবে কিছু কিছু কবিতায় ব্যাকরণের যে প্রক্রিয়া আছে তার অভাব আছে, সেটিও লক্ষ্য করেছি। কবিতার আরেকটি বিষয় আছে, সেটি হলো বোধ থেকে যে কথাগুলো উৎসারিত হয় সেটি অবশ্যই কবিতা হয়ে যায়, সে ছন্দকে আমরা বলি বোধের ছন্দ, সেটা অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত ছন্দ না। আপনি যদি প্রকৃত কবি হতে চান তাহলে কবিতার ব্যাকরণ শেখা ছাড়া অন্য কোনো পথ নেই।

সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস বলেন, ‘যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ’ কথাটি যদি সত্য হয় তাহলে আমি একজন ভালো বাঙালি। আমার জন্ম ভারতে, ওখানে বাঙালি ছিলাম, পরে বাংলাদেশে এলাম, এখন আমেরিকার নাগরিক, তিন দেশ ঘুরে আমি বাঙালিই রয়ে গেলাম। সাহিত্য একাডেমির শুরু থেকেই ছিলাম, ভালোলাগা থেকে পারতপক্ষে তখন কোন আসর মিস করতাম না। ২০২০ সাল থেকে বাংলাদেশে অবস্থান করায় এখন নিয়মিত আসতে পারি না। আমার প্রিয় স্থান সাহিত্য একাডেমিতে আজকে এসেছি আপনাদেরকে দেখতে, দেখা দিতে নয়। সাহিত্য একাডেমির আসরে সকলের স্বরচিত পাঠ, সাহিত্য আলোচনা শুনে অবাক হয়ে ভাবি, এরা এত জ্ঞান রাখে! তো, আজকেও আমি কিছু বলতে আসি নি, এসেছি শুনতে।

সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, কবি মুহম্মদ নূরুল হুদাকে সাহিত্য একাডেমির আসরে পেয়ে আনন্দ বোধ করছি। ‘যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ’ চমৎকার তাঁর এই কথা, আজ বিশ্বব্যাপী আমরা একটা বাংলাদেশ গড়ে তুলেছি, এটি অবশ্য আন্তর্জাতিক বাংলাদেশ। তিনি বলেন, কভিড সময়ে নিউইয়র্ক সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাভাষী লেখকরা অতিমারীর অভিজ্ঞতা নিয়ে অসাধারণ যে লেখাগুলো লিখেছেন, কেউ যদি উদ্যোগ নিয়ে লেখাগুলো হতে বাছাইকৃত লেখা নিয়ে একটি সংকলন করেন, তবে তা অসাধারণ একটি কাজ হবে।

কাশবন প্রকাশনীর কর্ণধার ও লেখক আমিনুল ইসলাম বলেন, সাহিত্য একাডেমির আসরে এসে মন্ত্রমুগ্ধের মতো সকলের কবিতা শুনছিলাম। এত নিষ্ঠা, এত সাধনার সঙ্গে এই দূরদেশে এমন কাব্যচর্চা হয়, এই আমার ভাবনারও অতীত ছিল। ভিন দেশে কোথা হতে এত প্রেরণা পায়, আমি উত্তর খুঁজছিলাম, উত্তর পেয়েও গেলাম। বাংলার মায়েরা এখনও ছড়া পড়ে বাচ্চাদের ঘুম পাড়ায়, এই শহরেও এর অনুরণন দেখছি। সাহিত্য করার, সাহিত্যকে ভালোবাসার বিপদ অনেক। বাংলাদেশের স্বাধীনতায় বুকের রক্ত ঢেলে দিয়েছেন মুনীর চৌধুরী, আব্দুল হাই, জহির রায়হান, শহীদুল্লাহ্ কায়সার সহ আরো অনেকে। এই যে দেশকে ভালোবেসে দূর দেশে বসে আপনারা সাহিত্য চর্চা করছেন অনেক প্রতিকূলতার মধ্যে, কবিতায় উঠে এসেছে দেশ, মানবপ্রেম, প্রকৃতি, শুনে আমার মনটা ভরে গেছে। তিনি কবি বেনজির শিকদারের একটি কবিতার অংশবিশেষ পাঠ করেন।

বিদ্যাপ্রকাশের কর্ণধার, বীর মুক্তিযোদ্ধা ও লেখক মজিবর রহমান খোকা বলেন, ২০১১ সালে সাহিত্য একাডেমির আসরে উপস্থিত ছিলাম, এরপর আর আসার সুযোগ হয় নি। আসরে না এলেও বিভিন্ন মাধ্যমে আমি নিয়মিত সাহিত্য একাডেমির খবর জেনেছি, রেখেছি। আজকে আমি শুরু হতেই সাহিত্য একাডেমির আসরে উপস্থিত থেকেছি শুধু দেখার জন্য, কীভাবে বছরের পর বছর এঁরা নিয়মিতভাবে এই সাহিত্য আসরটি করে যাচ্ছেন! লক্ষ্য করলাম, যার যার মতো করে সব কাজ স্বল্প সময়ের মধ্যে এমনভাবে শেষ হলো, মনে হলো, সবাই জানেন কিংবা বলা আছে কে কোন কাজটি করবেন, আমি বিস্মিত হয়েছি সাহিত্য একাডেমির সকলের মধ্যে এমন শৃঙ্খলাবোধ দেখে। প্রবাসে এত বছর ধরে নিয়ম করে একটি সাহিত্য সংগঠনকে ধরে রাখা অত্যন্ত কঠিন কাজ। সকলের পাঠ, আবৃত্তি, আলোচনা শুনে খুব ভালো লেগেছে।
কবি তমিজ উদদীন লোদী বলেন, আমার সামনে যাঁরা বসে আছেন তাঁরা আমার নমস্য। আজ আমি বলব না, আজ তাঁদের কথা শুনব। তিনি বলেন, কবি মুহম্মদ নূরুল হুদা আমাদের প্রধানতম কবিদের একজন। তাঁর সঙ্গে আমার দেখা হয়েছে খুব স্বল্প সময়ের জন্য। ১৯৮৫ সালে তিনি যখন বাংলা একাডেমির উপ মহাপরিচালক, সে সময় তিনি বাংলা একাডেমির পক্ষ হতে একটি সংকলন করেছিলেন, সে সংকলনে কবি আব্দুল কাদির, আহসান হাবীব, শামসুর রেহমান, আল মাহমুদ, সৈয়দ আলী আহসান সহ আরো অনেকের সঙ্গে তিনি আমার একটি কবিতা সংকলিত করেছিলেন, তখন আমি সিলেটে ছিলাম, তাঁকে দেখিও নি। এটি আমার জন্য অত্যন্ত আনন্দের ছিল।

লেখক নীরা কাদরী বলেন, সাহিত্য একাডেমির একমাত্র উপদেষ্টা কবি শহীদ কাদরী সবসময় বলতেন, অনেক ঝড় ঝাপটা আসবে সামনে, কিন্তু সাহিত্য একাডেমির আসর কখনো যেন বন্ধ না হয়। তিনি বলতেন, সাহিত্য একাডেমি হতে একদিন বড় লেখক, কবি বেরিয়ে আসবে, এবং সেই সম্ভাবনা আমরা দেখি। শহীদ কাদরীর স্বপ্ন বাস্তবায়নের জন্য সাহিত্য একাডেমির সাথে আমি আছি, আশা করি আপনারাও থাকবেন।

কবি কাজী আতীক বলেন, এখন পৃথিবীজুড়ে অস্থিরতা বিভিন্ন কারণে, প্রাকৃতিক দুর্যোগ, কিছুদিন আগে মধ্যপ্রাচ্য ডুবে গেলো বন্যার পানিতে, সিলেট শহর এখন পানির নিচে। এই যে দুর্যোগ, দুর্ভোগের মধ্যে যাঁরা আছেন, গাঁজার মানুষ, রাশিয়ার মানুষ যাঁরা যুদ্ধের মধ্যে আছেন, তাঁদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে তিনি স্বরচিত পাঠ করেন।

একুশে পদক প্রাপ্ত কবি নাজমুন নেসা পিয়ারী বলেন, প্রথম সাহিত্য একাডেমিতে এসে যে আন্তরিকতা পেলাম, সত্যিই ভালো লাগছে। কবিতার প্রতি ছোটবেলা হতে আমার দূর্বলতা রয়েছে। বাংলাদেশে বিভিন্ন কবিতার আসরে যাই, কিন্তু একসঙ্গে এতলোক দেখি না।
আসরে আরো আবৃত্তি করেন, আবীর আলমগীর, তাহরীনা পারভীন প্রীতি, শারমীন রেজা ইভা ও এম.এ সাদেক। স্বরচিত পাঠে ছিলেন শামস আল মমীন, এবিএম সালেহ উদ্দিন, মনিজা রহমান, কাউসারী রোজী, মিনহাজ আহমদ, স্বপন বিশ্বাস, তাহমিনা খান, বেনজির শিকদার, লুৎফা শাহানা, সুরীত বড়ুয়া, রিমি রুম্মান, এলি বড়ুয়া, নাহিদা আশরাফি, জেবুন্নেসা জ্যোৎস্না, মাসুম আহমদ, আহমেদ ছহুল, শহীদ উদ্দীন, এসএম মোজাম্মেল হক, সবিতা দাস, আব্দুল আজিজ, মাসুমা রহমান, শান্তি আহমেদ, পলি শাহীনা প্রমুখ।

আসরে উপস্থিত ছিলেন মনজুর আহমেদ, আবেদীন কাদের, প্রহ্লাদ রায়, সাইদা হুদা, আহমদ মাজহার, জাকারিয়া মাসুদ জিকো, আখতার আহমেদ রাশা, শিরীন বকুল, মনিকা রায় চৌধুরী, ওবায়দুল্লাহ মামুন, নাসির শিকদার, শ্যামলী আহমেদ, লিপি রায়হান, তাহমিনা শহীদ, ভায়লা সালিনা, সুলতানা খানম, শেলী জামান খান, সপন কুমার, সাহা পলাস, মাহফুজুর রহমান, ইমাম চৌধুরী, রওশন হক, মুনমুন সাহা, তুহিন সেলিনা আক্তার, এইচএম আজাদ, মিয়া এম আছকির, আব্দুল কাইয়ুম, সুমা রোজারিও, ফিরোজ শরীফ, শাহ আলম, সেলিম আফসারী, জাহিদ শরীফ প্রমুখ।

সাহিত্য একাডেমির আসরে উপস্থিত প্রায় সকলকে নিয়ে অন্বয় প্রকাশের কর্ণধার ও লেখক হুমায়ূন কবির ঢালী পুরষ্কার প্রাপ্ত লেখক-অভিনেত্রী রেখা আহমেদের হাতে ‘অন্বয় প্রকাশ সাহিত্য পুরষ্কার ২০২৩’ ক্রেস্ট তুলে দেন।- প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

শেয়ার করুন