নিউইয়র্ক     শুক্রবার, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন সামনে রেখে বাইডেন-ট্রাম্পের ‘গ্রীনকার্ড রাজনীতি’

পরিচয় রিপোর্ট

প্রকাশ: ২৪ জুন ২০২৪ | ০১:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ জুন ২০২৪ | ০১:৫২ পূর্বাহ্ণ

ফলো করুন-
নির্বাচন সামনে রেখে বাইডেন-ট্রাম্পের ‘গ্রীনকার্ড রাজনীতি’

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্রবিহীন অবস্থায় বসবাসরত অভিবাসীদের জন্য গ্রীনকার্ড প্রদানেের রাজনীতিতে মেত উঠেছেন বর্তমান প্রেসিডেন্ট ও ডেমক্রেটদলীয় প্রার্থী জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট এবং সম্ভাব্য রিপাবলিকান দলীয় প্রার্থী ডনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট বাইডেন এক এক্সিকউটিভ আদেশ জারীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন, অ্যামেরিকায় বসবাস করা যেসব মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রীর যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধ কাগজপত্র নেই, তাদের কিছু শর্তসাপেক্ষ প্রথমে স্থায়ী বাসিন্দা হওয়ার এবং পরবর্তীতে নাগরিকত্ব লাভের সুযোগ দেওয়া হবে ৷

প্রেসিডেন্ট বাইডেনের এমন ঘোষণার সমালোচনা করলেও পরদিনই যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠান ডিগ্রি অর্জনধারী বিদেশি শিক্ষার্থীদের গ্রীন কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সাধারণত অভিবাসন বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি কঠোর হলেও এই ঘোষণা তাঁর সুর নরম হওয়ার লক্ষণ বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এবার ভাটারদের কাছে মুখ্য আলোচনা এবং গুরুত্বপুর্ণ বিষয়ে পরিণত হয়েছে অভিবাসন।

শেয়ার করুন