নিউইয়র্ক     শুক্রবার, ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

হামাসকে সহায়তার অভিযোগে মার্কিন আদালতে ৩ দেশের বিরুদ্ধে মামলা!

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪ | ০৮:২৯ পূর্বাহ্ণ | আপডেট: ০২ জুলাই ২০২৪ | ০৮:২৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
হামাসকে সহায়তার অভিযোগে মার্কিন আদালতে ৩ দেশের বিরুদ্ধে মামলা!

যুক্তরাষ্ট্র-ভিত্তিক ইসরাইলপন্থি সংস্থা অ্যান্টি ডিফেমেশন লীগের শীর্ষ নির্বাহী জোনাথন গ্রিনব্লাট। ফাইল ছবি (রয়টার্স)

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সহায়তা করার অভিযোগে তিন দেশের বিরুদ্ধে ওয়াশিংটনের ফেডারেল আদালতে মামলা করা হয়েছে। দেশ তিনটি হলো- ইরান, সিরিয়া এবং উত্তর কোরিয়া।

সোমবার (১ জুলাই) যুক্তরাষ্ট্র-ভিত্তিক ইসরাইলপন্থি সংস্থা অ্যান্টি ডিফেমেশন লীগ (এডিএল) এ মামলা দায়ের করে। খবর রয়টার্সের।

মামলার এজহারে বলা হয়েছে, বছরের পর বছর ধরে হামাসকে আর্থিক, সামরিক এবং কৌশলগত সহায়তা দিয়ে আসছে এই তিন দেশ।

মামলা করার পর এক বিবৃতিতে এডিএলের শীর্ষ নির্বাহী জোনাথন গ্রিনব্লাট বলেন, ইহুদিবিদ্বেষ এবং সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ইরান। দেশটির সরকারের প্রত্যক্ষ মদদে বিশ্বজুড়ে ইহুদিদের প্রতি ঘৃণামূলক মনোভাব এবং সন্ত্রাস ছড়ানো হচ্ছে। আর এক্ষেত্রে বিশ্বস্ত বন্ধুর মতো ইরানের পাশে রয়েছে সিরিয়া ও উত্তর কোরিয়া।

তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যার পর থেকে এ পর্যন্ত ইহুদিদের লক্ষ্য করে যত হামলা হয়েছে, প্রতিটির পেছনে এই তিন দেশের মদদ ছিল।

মামলায় ওই তিন দেশের কাছে মোট ৪০০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে এডিএল।

মামলা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে ইরান, সিরিয়া ও উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালায় হামাস। এতে ইসরাইলের প্রায় ১২০০ বাসিন্দা নিহত হন। এছাড়া আরও ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় গোষ্ঠীটি। হামাসের এ হামলার পর সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। গাজায় প্রায় ৯ মাস ধরে অব্যাহত এ হামলায় ৩৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্র: সময় টিভি।

শেয়ার করুন