নিউইয়র্ক     মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা প্রাপ্তিতে চীনকে ছাড়িয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২ | ০২:১০ অপরাহ্ণ | আপডেট: ১৮ অক্টোবর ২০২২ | ০২:১০ অপরাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা প্রাপ্তিতে চীনকে ছাড়িয়েছে ভারত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনার অন্যতম কাঙ্ক্ষিত দেশ যুক্তরাষ্ট্রে চীনকে ছাড়িয়ে গিয়েছে ভারত। গত এক বছরের পরিসংখ্যান থেকে এ তথ্য মিলেছে। ধারণা করা হচ্ছে, কভিড প্রতিরোধে কড়া নীতি ও দুই দেশের কূটনীতিক উত্তেজনার প্রভাব পড়েছে শিক্ষাখাতেও। খবর নিক্কেই এশিয়া। গত বছরের অক্টোবর থেকে এ বছরের জুলাই সেশনে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানোর ক্ষেত্রে শীর্ষস্থান এখন ভারতের। একই সময়ে কমেছে চীনা শিক্ষার্থী।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বরাতে জানা গিয়েছে, এ সময়ে চীনা নাগরিকদের প্রায় ৫৬ হাজার এফ-ওয়ান ভিসা দিয়েছে দেশটি। যা এর আগের বছরের ৮০ হাজারের তুলনায় ৩০ শতাংশ কম। বিপরীতে ভারতীয় নাগরিকরা প্রায় ১ লাখ এফ-ওয়ান ভিসা পেয়েছে। যা আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি।

বিশ্বের অনেক দেশ করোনাভাইরাস সংক্রমণের কারণে ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ করে। একই সময়ে যুক্তরাষ্ট্র তাদের উল্লেখযোগ্য মাত্রায় ভিসা দেয়। এফ-ওয়ান ভিসা সাধারণত কলেজ, বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে ইচ্ছুক বিদেশী নাগরিকদের দেয়া হয়। দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে অনেক চীনা শিক্ষার্থী দেশে ফিরে যাওয়ার বা অন্য দেশে পড়ার পরিকল্পনা করছে।

২৩ বছর বয়সী এক চীনা শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার পর গত জুনে দেশে ফিরে যান। মনোবিজ্ঞানের ওই শিক্ষার্থীর আশংকা ছিল, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত শুরু হলে তিনি হয়তো পরিবারের কাছে আর ফিরতে পারবেন না।

শেয়ার করুন