নিউইয়র্ক     সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ঋণ মওকুফের সিদ্ধান্ত আদালতে স্থগিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২ | ১২:০৯ অপরাহ্ণ | আপডেট: ১৭ নভেম্বর ২০২২ | ১২:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ঋণ মওকুফের সিদ্ধান্ত আদালতে স্থগিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীদের ঋণ মওকুফের সিদ্ধান্তকে বেআইনি বলে তা আটকে দিয়েছেন টেক্সাসের একটি কেন্দ্রীয় আদালত। ফলে বিচারকদের নির্দেশে এ ধরনের আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে সরকার। একটি সরকারি ওয়েবসাইটে নোটিশের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে নিয়োগপ্রাপ্ত টেক্সাসের একজন বিচারক গত ১০ নভেম্বর রায় দিয়েছেন, অর্থনৈতিক চাপে থাকা শিক্ষার্থীদের কয়েকশ কোটি ডলারের ঋণ মওকুফ করার বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্ত বেআইনি। তাকে অবশ্যই এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। এরই মধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে বাইডেন প্রশাসন। তবে আদালতের নির্দেশক্রমে শিক্ষার্থীদের ঋণ মওকুফ আবেদন গ্রহণও বন্ধ রেখেছে তারা।

সরকারি নোটিশে বলা হয়েছে, শিক্ষার্থীদের ঋণ মওকুফে আমাদের কর্মসূচি বন্ধের আদেশ জারি করেছেন আদালত। ফলস্বরূপ, এই মুহূর্তে আমরা আর কোনো আবেদন নিচ্ছি না। আমরা (আদালতের) সেই আদেশ বাতিলের চেষ্টা করছি। আপনি যদি আগেই আবেদন করে থাকেন, আমরা সেটি রেখে দেবো। বাইডেনের ঘোষণার পর যুক্তরাষ্ট্রে প্রায় ২ কোটি ৬০ লাখ শিক্ষার্থী ঋণ মওকুফের জন্য আবেদন করেছিলেন। দেশটির শিক্ষা দপ্তর এরই মধ্যে ১ কোটি ৬০ লাখের মতো আবেদন মঞ্জুরও করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, আপিলের রায় বাইডেন প্রশাসনের পক্ষে যাবে, আপাতত তেমন সম্ভাবনা কম। কারণ এর শুনানি অনুষ্ঠিত হবে নিউ অরলিন্সভিত্তিক ৫ম ইউএস সার্কিট কোর্ট অব আপিলের তিন বিচারকের প্যানেলে। এই আদালতে রক্ষণশীল বিচারকদের প্রভাব বেশি, যারা আগেও বাইডেনের বিভিন্ন সিদ্ধান্তে বাধা দিয়েছেন। আদালতের ১৬ জন সক্রিয় বিচারকের মধ্যে মাত্র চারজন ডেমোক্র্যাট প্রেসিডেন্টের নিয়োগ দেয়া। আর ছয়জনকে নিয়োগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

সাবেক রিপাবলিকান প্রেসিডেন্টের নিয়োগ দেয়া জেলা বিচারক মার্ক পিটম্যান বলেছেন, বাইডেনের এই কর্মসূচি ‘কংগ্রেসের আইন প্রণয়ন ক্ষমতার একটি অসাংবিধানিক অনুশীলন’। ধারণা করা হচ্ছে, মামলাটি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পযন্ত গড়াতে পারে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে গত ১০ নভেম্বর বলেছেন, শিক্ষা দপ্তর আবেদনের তথ্যগুলো রেখে দেবে, যেন আদালতে জয়ী হলে সেটি দ্রুত প্রক্রিয়াকরণ করা যায়। সূত্র সমকাল

শেয়ার করুন