নিউইয়র্ক     রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্ক এবং নিউ জার্সির মধ্যে টানেল এবং সেতুর উপর টোল বৃদ্ধির প্রস্তাব

পরিচয় রিপোর্ট

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২ | ১২:২০ অপরাহ্ণ | আপডেট: ২১ নভেম্বর ২০২২ | ১০:১৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্ক এবং নিউ জার্সির মধ্যে টানেল এবং সেতুর উপর টোল বৃদ্ধির প্রস্তাব

নিউইয়র্ক এবং নিউ জার্সির মধ্যে টানেল এবং সেতুর উপর টোল বৃদ্ধির প্রস্তাব করেছে পোর্ট অথরিটি অফ নিউ ইয়র্ক এন্ড নিউ জার্সি। এজেন্সি জানিয়েছে করোনা মহামারী চলাকালীন সংস্থা প্রায় ৩ বিলিয়ন ডলার হারিয়েছে এবং যুক্তরাষ্ট্র কনজুমার্স প্রাইস ইনডেক্সে প্রতিফলিত মূল্যস্ফীতির উচ্চ হার বৃদ্ধিও টোল বৃদ্ধির সূত্রপাত করেছে।

প্রস্তাব অনুযায়ী অফ পিক ই-জেডপাস টোল যাত্রীবাহী যানবাহনের জন্য $11.75 থেকে $12.75 পর্যন্ত বৃদ্ধি পাবে। পিক-আওয়ার ই-জেডপাস টোল $13.75 থেকে $14.75 পর্যন্ত উঠবে।এবং নগদ টোল $16 থেকে $17 হবে।

JFK এবং Newark বিমানবন্দরে এয়ারট্রেনের ভাড়াও 25 সেন্ট বৃদ্ধি পাচ্ছে। কিন্তু PATH ট্রেনের ভাড়া প্রভাবিত হবে না, এবং বর্তমানে ছাড়ের প্রক্রিয়াও কার্যকর থাকবে।

টানেল ও টোল বৃদ্ধির প্রস্তাবনা নিউ ইয়র্ক এন্ড নিউ জার্সির বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে পোস্ট করা হবে এবং 11 ডিসেম্বর পর্যন্ত মন্তব্য নেওয়া হবে।

শেয়ার করুন