নিউইয়র্ক     রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে শ্রেয়া ঘোষালের কনসার্টে প্রথম বাংলাদেশী স্পন্সর নুরুল আজিম

পরিচয় রিপোর্ট

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২ | ০৪:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২ | ০৫:০২ অপরাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্কে শ্রেয়া ঘোষালের কনসার্টে প্রথম বাংলাদেশী স্পন্সর নুরুল আজিম

এ সময়ের সবচাইতে জনপ্রিয় ও আকষ‍র্ণীয় কন্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের এবারের যুক্তরাষ্ট্র কনসার্ট সিরিজের সর্বশেষ আয়োজনটি ছিল গত শনিবার ১৯ সেপ্টেম্বর লং আইল্যান্ডের নাসাউ কলিজিয়ামে। এবারই প্রথম একজন বাংলাদেশী-আমেরিকান রিয়েল এষ্টেট ইনভেষ্টর নুরুল আজিম ছিল নিউ ইয়র্ক কনসার্ট এর মাত্র দুইজন স্পন্সর এর একজন।

বিপুল সংখ্যক বাংলাদেশীসহ প্রায় ৮ হাজার দর্শকশ্রোতা শ্রেয়ার গান উপভোগ করেন। দুই পর্বে দুই ঘন্টারও বেশী সময় ধরে গানের মুর্ছনায় দর্শকদের মাতিয়ে রাখেন শ্রেয়া কিন্তু সাউন্ড সিস্টেমটি শ্রেয়ার মত শিল্পীর গানের উপযুক্ত ছিলনা।

অনেক জনপ্রিয় গান বাদ পড়লেও লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানানোর পর্বটি ছিল হৃদয়গ্রাহী। গেয়েছেন মাত্র একটি বাংলা গানের প্রথম চার লাইন।

শেয়ার করুন