নিউইয়র্ক     মঙ্গলবার, ২৫শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১১ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে জালালাবাদ ল’সোসাইটির প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৪ | ০৬:১২ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ জুন ২০২৪ | ০৬:১২ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্কে জালালাবাদ ল’সোসাইটির প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

Screenshot

নিউইয়র্কে জালালাবাদ ল’সোসাইটি ইউএসএ-এর আয়োজনে প্রীতি সম্মিলন ২০২৪ অনুষ্ঠিত হয়। গত ৮ জুন শনিবার বিকেলে জ‍্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার মামা’স পার্টি সেন্টারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ‍্য দিয়ে এ সম্মিলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জালালাবাদ ল’সোসাইটির সভাপতি এডভোকেট এমাদ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ল’ সোসাইটির সাবেক সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক এডভোকেট ইব্রাহীম চৌধুরী খোকন, সিলেট ল’ কলেজের অধ‍্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমদ, এডভোকেট আব্দুল হাই কাইয়ূম, বাংলাদেশ ল’সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওয়াহিদ, বাংলাদেশ ল’সোসাইটির সহ- সভাপতি এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট মুহম্মদ মুহিউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জালালবাদ ল’সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী। প্রীতি সম্মিলনে অন‍্যানের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ ল-সোসাইটির সহ-সম্পাদক আব্দুস শহিদ আজাদ, জালালাবাদ ল’ সোসাইটির সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম ময়নূল,এডভোকেট আতিকুর রহমান সাবু, এডভোকেট মুহম্মদ মুহিউদ্দিন, এডভোকেট জয়জিত আচার্য, এডভোকেট সায়েদ আহমদ, এডভোকেট এ,টি,এম জুবেল আহমদ চৌধুরী ও আকমাম খান। সভায় অন‍্যানের মধ্যে উপস্হিত ছিলেন এডভোকেট বদরুল আমিন চৌধুরী,এডভোকেট ওলি উল্লাহ মারুফ, এডভোকেট মইন উদ্দিন প্রমুখ। সভায় অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। করোনা নিয়ে ছড়া ‘আবার দেখা হবে’ পাঠ এবং সভা পরিচালনা করেন এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী। সভার শেষে দোয়া পরিচালনা করেন জালালাবাদ ল’সোসাটির কার্যকরি সদস্য এডভোকেট আশিক আহমদ খান।- প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

শেয়ার করুন