২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

তৃতীয় পুত্র সন্তানের মা হলেন নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের স্ত্রী

তৃতীয় পুত্র সন্তানের মা হলেন নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের স্ত্রী

সম্প্রতি নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত আমেরিকান পুলিশ কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল ইসলামের স্ত্রী জামিলা ইসলাম গত ১৭ আগস্ট (রোববার) নিউইয়র্কের একটি হাসপাতালে তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন। মা ও নবজাতক সুস্থ রয়েছে বলে জানা গেছে। পুত্র সন্তানের নাম রাখা হয়েছে আরহাম।

নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রধান জেসিকা টিশ গত সোমবার ১৮ আগষ্ট তার এক্স পোস্টে এই ঘোষণা দিয়ে বলেন, দুর্ঘটনার মধ্য দিয়ে এই পৃথিবীতে একটি নতুন জীবনের প্রবেশ ঘটেছে। গত রাতে, ডিডেক্টিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামের স্ত্রী জামিলা ইসলাম তাদের সুন্দর পুত্র আরহামের জন্ম দিয়েছেন। আরহাম তার দুই বড় ভাই, অহিয়ান এবং আজহানের সাথে যোগ দিয়েছেন।

জেসিকা টিশ আরো বলেন, একইসাথে, তারা তাদের বাবার সেবা এবং সাহসের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবে। দিদার এই শহরকে যে নিষ্ঠা দিয়েছিলেন। সেই নিষ্ঠার সাথে এনওয়াইপিডি সেই ঐতিহ্যকে রক্ষা করবে এবং সমুন্নত রাখবে। জামিলা, অহিয়ান, আজহান এবং এখন আরহাম চিরকাল নিউইয়র্ক পুলিশ পরিবারের অংশ থাকবে।

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস সংবাদমাধ্যমকে জানান, এনওয়াইপিডির প্রয়াত ডিটেকটিভ দিদারুলের পরিবারের পাশে সবসময় থাকবে সিটি কর্তৃপক্ষ। তারা আমাদের পরিবার এবং এই মহান শহর, নিউইয়র্কের পরিবার।

উল্লেখ্য, গত ২৮ জুলাই নিউইয়র্ক সিটির ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের একটি বহুতলভবনে বন্দুকধারীর হামলায় নিহত হন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা দিদারুল ইসলাম। তার গ্রামের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৌর শহরের মাগুরায়। দিদারুল এনওয়াইপিডির ৪৭তম প্রেসিংকটে কাজ করতেন। পরবর্তীতে ৩১ জুলাই তাকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ডিটেকটিভ করা হয় এবং রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে নিউজার্সিতে দাফন করা হয়।