২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৪র্থ পাতায় কে কি বললেন Screenshot

তিনি (মামদানি) যত ভালো করবেন, আমি তত খুশি হবো। আমরা তাকে ভালো কাজ করতে সাহায্য করবো। তার অনেক ধারণা আমার ধারণার সঙ্গে মিলে যায়। আমরা অনেক বিষয়ে একমত, যা আগে ভাবিনি। -ওভাল অফিসে বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প

জীবনযাত্রার ব্যয় নিয়ে মামদানির অবস্থান তার অনেক ভোটারের সঙ্গেও মিল রয়েছে। তার অনেক ভোটার আমাকেও সমর্থন করেছেন- এটা আমি স্বাগত জানাই।’- ওভাল অফিসে বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প

Screenshot

সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে জীবনযাত্রার ব্যয় নিয়ে তাঁর মনোযোগের কারণেই বেশি নিউইয়র্কবাসী প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছেন। মতাদর্শে ভিন্ন হলেও নিআমরা দুজন মিলে মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়ে কাজ করব, সেদিকে আমি তাকিয়ে আছি। – ওভাল অফিসে বৈঠক শেষে নিউ ইয়র্ক সিটির মেয়র (নির্বাচিত) জোহরান মামদানী

‘ডোনাল্ড ট্রাম্প, জানি আপনি আমাদের দেখছেন। আপনার জন্য চারটি শব্দ রেখেছি: ‘টার্ন দ্য ভলিউম আপ’—শব্দ আরেকটু বাড়িয়ে দিন, যাতে সব কথা পরিষ্কার শুনতে পান। ‘নিউইয়র্ক অভিবাসীদের শহর। এই শহর অভিবাসীরা গড়ে তুলেছেন। এই শহর অভিবাসীদের বলে বলীয়ান। এই শহরের নেতৃত্ব দেবেন একজন অভিবাসী। এখন একজনকে ধরে নিয়ে গেলে সবাইকে ধরে নিয়ে যেতে হবে।’- ৪ঠা নভেম্বর নিউ ইয়র্ক সিটি মেয়র পদে নির্বাচনের পর জোহরান মামদানী