যুক্তরাষ্ট্র প্রবাসীদের বাংলাদেশের ভোটার হতে প্রয়ােজনীয় এনআইডি কার্ড , ভোটার রেজিস্ট্রেশন ও অ্যাপোয়েনম্যান্টে সহযোগিতা প্রদান করবে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ । এনআইডির জন্য রেজিস্ট্রেশন করতে ওয়েবসাইটঃ https://services.nidw.gov.bd যেতে হবে ।
সহযোগিতার জন্য রিজার্ভেশন সময়ঃ সোমবার- শুক্রবার সন্ধ্যা ৬-৯ টা শনিবার-রবিবার সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা , ৩১ শে অক্টোবর পর্যন্ত ।
যোগাযোগঃ আশরাফুল আলম +1 (929) 222-0408 সভাপতি, কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক এবং মোঃ আসাদুজ্জামান 646-361-1852, ট্রাস্টি বোর্ড প্রধান, কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক ।প্রেস বিজ্ঞপ্তি অনুসারে