Screenshot
২ নভেম্বর রোববার থেকে শুরু হচ্ছে ডেলাইট সেভিং ডে। ফলে ১লা নভেম্বর শনিবার দিবাগত রাত ২ টার সময় ঘড়ির কাঁটা ১ টায় পিছিয়ে দিতে হবে, অর্থাত্ রাত ২টায় ঘড়ির কাঁটা নিয়ে আসতে হবে রাত ১টায় ।
‘ডেলাইট সেভিং ডে’ পদ্ধতি যুক্তরাষ্ট্রে প্রথম শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে। বছরের দুই সময়ে এ ধরনের পদক্ষেপ নেয়া হয়। একটি শীতকালে, যখন দিনের দৈর্ঘ ছোট হয়ে আসে। বছরের এ সময় ঘড়ির কাঁটা এক ঘণ্টা কমিয়ে দেয়া হয় এবং সামারের সময় ঠিক উল্টোভাবে এগিয়ে দেয়া হয় এক ঘণ্টা।
মূলত প্রাকৃতিক আলোকে আরো কার্যকর ব্যবহার নিশ্চিত করতেই এ পন্থা অনুসরণ করা হয়। শুধু আমেরিকা নয়, উত্তর আমেরিকা অঞ্চল, ইউরোপের সব দেশেই দিনের আলো সংরক্ষণে ঘড়ির কাঁটার এ অদলবদল করা হয়। মধ্যপ্রাচ্যের কিছু দেশেও এ পন্থা অবলম্বন করা হয়। সব মিলিয়ে বিশ্বের প্রায় ৭০টি দেশে দিনের আলো সংরক্ষণের উদ্যোগ প্রচলিত রয়েছে। তবে এশিয়া ও আফ্রিকার কোনো দেশেই এটি প্রচলিত নয়।