২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

মামদানির ছেড়ে দেওয়া অ্যাস্টোরিয়ার ভাড়া-নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টটির নতুন ভাড়া আগের চেয়ে ৩৫% বেশি

মামদানির ছেড়ে দেওয়া অ্যাস্টোরিয়ার ভাড়া-নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টটির নতুন ভাড়া আগের চেয়ে ৩৫% বেশি

নিউ ইয়র্কের মেয়র-নির্বাচিত জোহরান মামদানির কুইন্সের ভাড়া-নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টটিতে যিনিই বসবাস করতে আসুন না কেন, তাকে সমাজতান্ত্রিক এই ‘নেপো বেবি’র দেওয়া ভাড়ার চেয়ে মাসে অতিরিক্ত ৮০০ ডলার বা ৩৫% বেশি অর্থ গুনতে হবে।

জানা গেছে, অ্যাস্টোরিয়ার এই অ্যাপার্টমেন্টটি—যা গত কয়েক সপ্তাহ ধরে নীরবে সম্ভাব্য ভাড়াটিয়াদের আগ্রহ আকর্ষণ করেছে—এখনও ভাড়া-নিয়ন্ত্রিত থাকা সত্ত্বেও এর মাসিক ভাড়া ২,৩০০ ডলার থেকে ৩,১০০ ডলার নির্ধারণ করা হয়েছে যা মামদানীর দেওয়া ভাড়ার তুলনায় প্রায় ৩৫% বেশী । সংবাদসুত্র দ্য নিউ ইয়র্ক পোস্ট