২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্কে সিলেট এম.সি. ও গভর্নমেন্ট কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের স্থায়ী বৃত্তি কর্মসূচি ঘোষণা

নিউইয়র্কে সিলেট এম.সি. ও গভর্নমেন্ট কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের স্থায়ী বৃত্তি কর্মসূচি ঘোষণা

সিলেট এম.সি. এন্ড গভর্নমেন্ট কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক. ২০২৬ সাল থেকে শুরু হতে যাচ্ছে একটি স্থায়ী স্কলারশিপ কর্মসূচি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর থেকে এম.সি. কলেজ ও সিলেট সরকারি কলেজের মোট ৪০ জন শিক্ষার্থী প্রতিবছর এই বৃত্তি পাবেন।

গত ১৮ আগস্ট সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের শানাই পার্টি হলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, প্রত্যেক শিক্ষার্থীকে বছরে ৭ হাজার টাকা করে এই বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে এম.সি. কলেজের ২৫ জন শিক্ষার্থী (১৫ জন বিভাগভিত্তিক, ৪ জন ইন্টারমিডিয়েট ও ৬ জন পাস কোর্স) এবং সিলেট সরকারি কলেজের ১৫ জন শিক্ষার্থী (৫ জন বিভাগভিত্তিক ও ১০ জন ইন্টারমিডিয়েট ও পাস কোর্স) অন্তর্ভুক্ত থাকবেন।

বৃত্তির আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রাথমিক বাছাই সম্পন্ন হবে ১৫ অক্টোবরের মধ্যে এবং কার্যকরী পরিষদের অনুমোদন শেষে ৭ ডিসেম্বরের মধ্যে যোগ্য শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হবে। আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে।

স্কলারশিপ উপ-কমিটির চেয়ারম্যান বেলাল উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে আমাদের সংগঠন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে আসছে। জাতীয় দিবস উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন, ইফতার মাহফিলের পাশাপাশি কোভিড-১৯ মহামারিতে শ্রমিক ও বন্যাদুর্গতদের সহায়তা, কলেজ ক্যাম্পাসে সবুজায়ন প্রকল্প ও ম্যাগাজিন প্রকাশ সংগঠনের উল্লেখযোগ্য কর্মকাণ্ড। আমরা বিশ্বাস করি, এই বৃত্তি কর্মসূচি মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজু সংবাদ সম্মেলনের প্রেক্ষাপট উপস্থাপন করেন। তিনি জানান, প্রবাসীরা সবসময় সিলেটের মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে।

সভাপতি শফিকউদ্দিন চৌধুরী বলেন, গত ১৫ বছরের অভিজ্ঞতা থেকে আমরা বিশ্বাস করি, গরিব অথচ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে আমাদের এই বৃত্তি কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী বছর থেকে এটি বাস্তবায়িত হবে এবং প্রতিবছর ধারাবাহিকভাবে চালু থাকবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাখাওয়াত আলী, কবির চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, সাহিত্য সম্পাদক অধ্যাপক আমিনুল হক চুন্নু, মনসুর চৌধুরী, ইব্রাহিম চৌধুরী খোকন প্রমুখ।
আবেদন আপলোড শুধুমাত্র সংগঠনের উয়েব সাইড থেকে করতে হবে।সেজন‍্য QR কোড অথবা লিংক ব‍্যবহার করে করবেন: লিংক- https://mccollegealumni.us/scholarshipform/