১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউ ইয়র্কে সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের কার্যকরি কমিটির বর্ণাঢ্য অভিষেক

নিউ ইয়র্কে সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের কার্যকরি কমিটির বর্ণাঢ্য অভিষেক

গত ১ আগস্ট শুক্রবার উডসাইডের গুলশান টেরেসে অত্যন্ত আনন্দঘন পরিবেশ ও জাঁকজমকপূর্ণ পরিবেশে ‘সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটের অ্যাসোসিয়েশনের (সারা) কার্যকরি কমিটি কর্মকর্তাদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন নিউইয়র্ক সিটির আসন্ন নির্বাচনেডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী জোহরান মামদানি।

সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের মূল পর্বে সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটের অ্যাসোসিয়েশনের কার্যকরি কমিটির সভাপতি সারোয়ার খান বাবু এবং সঞ্চালনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল। অনুষ্ঠানের সূচনা হয় সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ মিয়ার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সদস্য মুনমুন সাহার গীতা পাঠের মাধ্যমে। এরপর স্বাগত বক্তব্য রাখেন সভাপতি সারোয়ার খান বাবু এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন।

প্রধান অতিথি মেয়র প্রার্থী জোহরান মামদানি ‘সারা’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। মানুষের স্বপ্ন পূরণের জন্য রিয়েল এস্টেট ব্যবসায়ীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি বলেন, আপনারা শুধু স্বপ্ন পূরণ করছেন না, নিউইয়র্ক তথা আমেরিকার উন্নয়নেও ভূমিকা রাখছেন। তিনি তার বক্তব্যে সম্প্রতি নিহত বাংলাদেশি-আমেরিকান পুলিশ অফিসার মো. দিদারুল ইসলামের আত্মত্যাগ স্মরণ করে বলেন, এই ধরনের সাহসিকতা এবং কর্তব্যনিষ্ঠা একটি জাতির অহংকার। তার বক্তব্যের সময় উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং গভীর শোক প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এএম ল গ্রুপের সিইও অ্যাটর্নি উসমান মালিক, সংগঠনের চিফ অ্যাডভাইজর মেহের খানজাদা, অ্যাডভাইজার জসিম চৌধুরী, রিয়েল এস্টেট ব্রোকার রাও আলী, শান খান, ফারুকি ল’ ফার্মের সিইও অ্যাটর্নি উসমান এ. ফারুকি, কোল্ডওয়েল ব্যাংকার আমেরিকান হোমস-এর লাইসেন্সধারী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েট শেখ এস. আহমেদ, কনভেনর ও যুগ্ম সম্পাদক নুরুজ্জামান সরদার, উইমেন সেক্রেটারি আডান ইসলাম, মেম্বার সেক্রেটারি মির্জা মোহাম্মদ হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়েলটর ইয়োশিনোরি তাকিতা, ল্ইাবারস -এর ডেভেলপমেন্ট ম্যানেজার ইভান স্মিথ, অ্যাসোসিয়েট ব্রোকার ড্যানিয়েলা ডিয়াজ, লোন অফিসার পিটার কারলিন, আইসিওআর মাল্টি সার্ভিসেস’র সিইও মোহাম্মদ এম. হোসেন,কেডব্লিউ ল্যান্ডমার্ক রিয়েলটির লাইসেন্সধারী সেলসপারসন মোহাম্মদ কে. আহমেদ, রিয়েলটর রিয়াদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে কার্যকরি কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তারা হলেন:সভাপতি: সারোয়ার খান বাবু,সাধারণ সম্পাদক: মোহাম্মদ বেলাল হোসেন,সহ-সভাপতি: আজিজুল হক মুন্না, মো. আবু চৌধুরী, মোহাম্মদ আহমেদ জসিম, মোহাম্মদ সাইফুল ইসলাম, আবুলফজল দিদারুল ইসলাম, মাসুদ সিরাজী, গোলাম হাসান,সহকারী সাধারণ সম্পাদক: মোহাম্মদ মারুফ মিয়া,যুগ্ম সম্পাদক: মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ এম. পরমানিক,নুরুজ্জামান সরদার, ফেরদৌস কায়েস, এইচ. এম. ইকবাল,অর্গানাইজিং সম্পাদক: মির্জা মোহাম্মদ হোসেন, শফিকুল ইসলাম,ট্রেজারার: শামীম নাসের,অফিস ম্যানেজমেন্ট: জিনিয়া আক্তার,প্রকাশনা সম্পাদক: জারা আলম আফিদা,সোশ্যাল ওয়েলফেয়ার সম্পাদক: সাদমান জামান,নারী সম্পাদক: আডান ইসলাম,শিক্ষা সম্পাদক: ফারহানা চৌধুরী,সাংস্কৃতিক সম্পাদক: মোস্তফা কামাল মুখুল, সেলিম ইব্রাহিম,সাধারণ সদস্য: শামীম আহমেদ, জান্নাতুল মহিমা, নাজির সুলতানা, মোহাম্মদ হাশেম, মুনমুন সাহা, মোহাম্মদ আতাউর রহমান, আশরাফ আহমেদ। এসময় উপদেষ্টা পরিষদের সদস্যদেরও পরিচয় করিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানের শষ পর্বে ছিল নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। ইভেন্ট কমিটির সদস্য সচিব মির্জা মোহাম্মদ হোসাইনের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী নাজু আকন্দসহ অন্য শিল্পীরা।

‘সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটের অ্যাসোসিয়েশনের (সারা)সভাপতি সরোয়ার খান বাবু অনুষ্ঠান সফল এবং সার্থক করার জন্য যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এই সংগঠনের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসাইন সারা’র সদস্যসহ সবাইকে ধন্যবাদ জানান সহযোগিতার জন্য।

সবশেষে সভাপতি সারোয়ার খান বাবু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।