১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

সাদাত হোসাইনের প্রথম যুক্তরাষ্ট্র সফর : প্রবাসে বাংলা বইয়ের বিজয়ে আপ্লুত লেখক

সাদাত হোসাইনের প্রথম যুক্তরাষ্ট্র সফর : প্রবাসে বাংলা বইয়ের বিজয়ে আপ্লুত লেখক

বর্তমানে বাংলাদেশ ও পশ্চিমবাংলার বাংলাভাষী পাঠকের অতি জনপ্রিয় লেখক সাদাত হোসাইন এবারই প্রথম যুক্তরাষ্ট্রে এসেছেন সম্প্রতি সমাপ্ত নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার উদ্বােধক হিসেবে আয়োজক মুক্তধারা ফাউন্ডেশনের আমন্ত্রণ রক্ষা করতে। তাঁর এ সফর শুধু বইমেলাকে কেন্দ্র করে সাহিত্য আয়োজন ঘিরে সীমাবদ্ধ থাকেনি, হয়ে উঠেছে প্রবাসের বাংলাভাষী পাঠকের সাথে একজন তরুন প্রজন্মের লেখকের সম্মিলনের অভিজ্ঞতাসঞ্চয়ের দারুন উপলক্ষ।

এবারর সফরকালে তিনি ঘুরেছেন আমেরিকার বিভিন্ন শহর, মিশেছেন নানা প্রজন্মের প্রবাসী বাঙালিদের সঙ্গে, যারা দূরভূমিতে থেকেও হৃদয়ে বহন করেন বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি গভীর মমত্ববোধ।

গত ৯ জুলাই নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় মুক্তধারার বিশ্বজিৎ সাহার আমন্ত্রণে ও নিউ ইয়র্ক বই মেলার অন্যতম পৃষ্ঠপােষক জিএফবি ফাউন্ডেশনের গোলাম ফারুক ভুঁইয়ার সৌজন্য আয়োজিত এক ঘরোয়া মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন লেখক সাদাত হোসাইন। সাদাত হোসাইন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁর এবারের আমেরিকা সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “এই সফর আমার চোখ খুলে দিয়েছে। দেশের বাইরের নতুন প্রজন্মের সঙ্গে আরও বেশি করে কাজ করতে চাই আমি এখন।” সাদাত আরোজানান, প্রবাসে বাংলা বইয়ের পাঠক দেখে তিনি আপ্লুত হয়েছেন। তাঁর ভাষায়, “এ যেন বাংলা ভাষার এক নীরব বিজয়।” আমেরিকার ছোট একটি শহরে এক খুদে পাঠকের সাথে তাঁর আলাপচারিতার কথা উল্লেখ করে সাদাত বলেন, সেই খুদে পাঠক যখন তাঁর একটি বই কিনে অটোগ্রাফের জন্য আসেন, তখন তিনি জানতে পারেন ওই খুদে পাঠক বাংলা পড়তেই পারেন না ! তারপরও কেন বইটি কিনছেন জানতে চাইলে খুদে পাঠক বলেন, এই লেখকের কথা তাঁর সতীর্থদের কাছে এতা বেশী শুনেছেন, গুগল ট্যানসলেশানের সাহায্য নিয়ে তিনি বইটি পড়বেন। হতবাক লেখক সাদাত বলেন, বাংলা বইয়ের পাঠকের বিস্তৃতি নিয়ে তিনি অনেক আশাবাদী। তবে পাঠকপ্রিয়তা অর্জন সময়ের ব্যাপার উল্লেখ করে সাদাত বলেন, তিনি যখন প্রথম কলকাতা বইমেলায় বই নিয়ে যান, তখন তাঁর মাত্র ৯টি বই বিক্রি হয়েছিল। এখন তাঁর বইয়ের ক্রতাদের অটোগ্রাফ দেওয়ার স্থলে সিকিউরিটি নিয়োগ দিতে হয়।

মুক্ত আলোচনায়আরো অংশ নেন লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌস, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহীম চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক ও ব্যবসায়ী গোলাম ফারুক ভুঁইয়া, মুক্তধারা ফাউন্ডেশনের মুরাদ আকাশ, রাণু ফেরদৌস, সাবিনা হাই উর্বি ও তফাজ্জল লিটন, নিউইয়র্ক ষ্টেট এসম্লী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী মেরি জোবাইদা, বাচিক শিল্পী ড. ফারুক আজম, সংগঠক রব্বানী ভুঁইয়া, শিশু সাহিত্যিক হুমায়ুন কবীর ঢালী এবং নালন্দা প্রকাশনীর রেদোয়ান জুয়েল।