৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রখ্যাত আবৃত্তিশিল্পী ডা.ফারুক আজমের একক আবৃত্তি অনুষ্ঠান

ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রখ্যাত আবৃত্তিশিল্পী ডা.ফারুক আজমের একক আবৃত্তি অনুষ্ঠান

গত ৮ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকায় পৌষের মনোরম শীতে সন্ধ্যায যুক্তরাষ্ট্র প্রবাসী প্রখ্যাত আবৃত্তিশিল্পী ডা.ফারুক আজমের একক আবৃত্তি অনুষ্ঠান হল বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ঢাকার নাট‍্যম রিপার্টরি এবং নাট্যজন আইরি পারভিন লোপার সু সংগঠিত আয়োজনে। অনুষ্ঠান অলংকৃত করেছেন একুশে পদক প্রাপ্ত স্বনামধন্য আবৃওিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
ভয়ানক যানজট পেরিয়ে আসা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, কবিতা প্রেমিক, গুনী শিল্পকর্মীরা দীর্ঘ ৭৫ মিনিটের অনুষ্ঠানকে প্রাণবন্ত রেখেছেন। সন্ধ্যা সাড়ে ৬টায় এই আয়োজনে কবিতা পাঠ করেন ডা. ফারুক আজম, সাথে ছিল চায়ের আড্ডা।

ডা. ফারুক আজম পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ। সেইসাথে একজন লেখক, আবৃত্তিকার, সঞ্চালক, কবি ও নাট্যকার। সেই করোনাকাল থেকে নিউ জার্সি থেকে নিয়মিত অনলাইন অনুষ্ঠান ‘কাছের মানুষ’ উপস্থাপনা করছেন তিনি। উল্লেখ্য, ডা. ফারুক আজম চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র থাকাকালীন সময়ে জন কীটসের ‘ওড টু আ নাইটিঙ্গেল’ আবৃত্তির জন্য ইংরেজি কবিতায় সেরা আবৃত্তিকারের পুরস্কার পেয়েছিলেন। ২০১৪ সালে কলকাতায় ‘কার্তুজ’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং পেনসিলভানিয়ার বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তির জন‍্য তাকে আমন্ত্রণ জানানো হয় তাকে।

তার প্রকাশিত আবৃত্তি অ্যালবাম- ২টি। যার ১টি, কবি নির্মলেন্দু গুণ এবং অন্যটি প্রখ্যাত আবৃত্তিকার রূপা চক্রবর্তীর সঙ্গে। এছাড়াও বাংলা একাডেমি, ঢাকা কর্তৃক প্রকাশিত হয় তার প্রবন্ধের বই ‘মরনরে তুঁহু মম শ‍্যাম সমান’।