বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চেতনায় উজ্জীবিত “কক্ষপথ ৭১” এর উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে গত ১২ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যা ৬টায় একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মূলত: বাংলাদেশি আইনজীবীদের অংশগ্রহণে নিউইয়র্কে “কক্ষপথ ৭১” নামের সংগঠনটি গড়ে তুলেছে। এই সংগঠনের দাবি একাত্তরের স্বাধীনতা সংগ্রামের মর্যাদা অক্ষুন্ন রাখা, বায়াত্তরের সংবিধানের সুরক্ষা, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা, দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে বর্তমান চলমান বাস্তবতায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর অবমাননা চলমান থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, সরকারের প্রত্যক্ষ মদদে এখন মুক্তিযুদ্ধের আদর্শকে নানাভাবে আঘাত করা হচ্ছে দেশে। মুক্তিযোদ্ধাদেরকে করা হচ্ছে লাঞ্ছিত। এই অবস্থা আর চলতে দেয়া যায় না বলে তারা মন্তব্য করেছেন। এজন্য সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়েছে সভা থেকে।
বাংলাদেশের সংবিধানের মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা পুনপ্রতিষ্ঠার লক্ষ্যে উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোব্ধা অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম। সংগঠনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিয়া জাকির অনুষ্ঠানটি পরিচালনা করেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন অ্যাডভোকেট আশিক উদ্দিন খাঁন, পবিত্র গীতা থেকে পাঠ করেন অ্যাডভোকেট শ্রী জয়জিত আচার্য্য, পবিত্র পাসষ্টার জেনস খ্রীষ্টফার, পবিত্র ত্রিপিটক থেকে স্বীকৃতি বড়ুয়া। সভায় “কক্ষপথ’৭১” লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য প্রদান করেন অ্যাডভোকেট মিয়া জাকির। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোব্ধা, আইনজীবী, সাংবাদিক, কবি, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্ধ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
সভায় বক্তব্য বীর মুক্তিযোব্ধা ইসমাইল আনসারী, বীর মুক্তিযোব্ধা গোলাম মিরাজ হোসেন, বীর মুক্তিযোব্ধা ফারুক হোসেন, রাজনৈতিক নেতা ড. প্রদীপ রঞ্জন কর, নূর ফাতেমা, বীর মুক্তিযোব্ধা শওকত আকবর রিচি, প্রগ্রেসিভ ফোরাম-৭১ এর নেতা জাকের আহমেদ, মুক্তিযোব্ধা ও অ্যাডভোকেট মনির হোসেন, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, অভিনেত্রী লুৎফুর নাহার লতা, সংস্কৃতিজন মিথুন আহমেদ, সাজ্জাদ হোসেন সবুজ, মিনহাজ আহমেদ শাম্মু, মুজাহিদ আনসারী, আলী আহসান কিবরিয়া (অনু), খাঁন শওকত, অ্যাডভোকেট আব্দুল সত্তার, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, অ্যাডভোকেট শাহ মো:বখতিয়ার আলী, মোর্শেদা জামান, অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, অ্যাডভোকেট শ্রী জয়জিত আচার্য্য, অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট তাজুল ইসলাম, জয়তূর্য চৌধুরী, ঝর্না চৌধুরী, স্বীকৃতি বড়ুয়া প্রমূখ।
কক্ষপথ’৭১ এর প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সায়েইদ মঈন উদ্দিন জুনেল, খলিলুর রহমান, মনির হোসেন, ফারুক হোসেন, মিজান আহমেদ, সাব্বির হোসেন বাপ্পি, খ্রীষ্টফার অধিকারী, পলি অধিকারী, মো: শহিদুল ইসলাম, আব্দুল সাদেক, রেশমা ইয়াসমিন, অ্যাডভোকেট রুবিনা মান্নান, অ্যাডভোকেট সোনিয়া সুলতানা, নূর কানিজ ফাতেমা, অ্যাডভোকেট আরিফুর রহমান, মুক্তিযোব্ধা মো:সাইদুর রহমান, মোশারফ হোসেন, ড.সেলিনা আফরীন রীতা, মো:হানিফ মৃধা, অ্যাডভোকেট এম.এম জাহিদ আনোয়ার, এম এ কাশেম, রীনা আবেদীন, সৈয়দ এস আলী, আল আমিন বাবু, মোজাফর আহমেদ,ইয়াসমিন রাশিদ, নিজাম আহমেদ. শেফালী রওশন, সাবিনা হাই উর্বি, ফাতেহ লোহানী, কাজল আহমেদ, গীতালী হাওয়ালদার, জালাল উদ্দিন, হাসান আহমেদ, অ্যাডভোকেট রেদোয়ারা রা্জ্জাক সেতু, সৈয়দ মোজাম্মেল আলী, নজরুল ইসলাম সহ আরো অনেকে।
প্রতিবাদ সভার সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোব্ধা অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি বায়াত্তরের সংবিধান সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং সকলের বায়াত্তরের সংবিধান এর কপি প্রদর্শন করেন।
সর্বশেষে সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া হয়। আহ্বায়ক বীর মুক্তিযোব্ধা অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম কক্ষপথ’৭১”কে আরো সুসংঘঠিত করার আহব্বান জানিয়ে উক্ত প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষনা করেন। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে