Screenshot
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ইনক এর আগামী ২০২৬-২০২৭ বর্ষের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কার্যকরী কমিটির সকল সদস্যের সর্বসম্মতিক্রমে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হন অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী, কমিশনের অন্য দুজন সদস্য হলেন অধ্যাপক নোয়াব মিয়া ও মনজুরুল আলম নসু।

Screenshot
গত ১২ই ডিসেম্বর রাত ৯ টার দিকে বিপুল সংখ্যক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী – যারা বিভিন্ন সময়ে কার্যকরী কমিটিতে থেকে দায়িত্ব পালন করেছেন এবং বিপুল সংখ্যক উপদেষ্টা মন্ডলির সদস্যের উপস্থিতিতে জামাইকার হিল সাইডে পানশী রেষ্টুরেন্টে নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী। সভাপতি পদে সামসুদ্দিন আজাদ সাধারণ সম্পাদক আবু নোমান সরকারকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

উপস্থিত সকল সদস্যের মুহু মুহু করতালির মধ্য দিয়ে০১৯ নতুন কমিটিকে উপস্থিত সকল সদস্য অভিনন্দন জানান। নাম ঘোষণার পর নতুন সভাপতি সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং বিদায়ী সভাপতি মাহমুদ আহমেদ দীর্ঘ সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন এবং সবশেষে নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। নতুন কমিটির অভিষেক ও মহান বিজয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত হয় আগামি ২৮ ডিসেম্বর রোববার। সামসুদ্দিন আজাদ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি অনুসারে