৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বেগম জিয়ার মৃত্যুতে নিউইয়র্কে দোয়া ও গায়েবানা জানাযা

বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন নিউইয়র্ক কম্যুনিটিতেও গায়েবানা জানাযাসহ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ ডিসেম্বর বুধবার দুপুরে সবচেয়ে বড় শোক-সমাবেশ ও জানাযা অনুষ্ঠিত হয় উডসাইডে কুইন্স প্যালেসে।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাটের ইমাসতিতে অনুষ্ঠিত জানাযায় বিএনিপির কেন্দ্রীয় কমিটির অপর নেতা জিল্লুর রহমান জিল্লু-সহ সর্বস্তরের নেতা-কর্মীর সাথে নিউ ইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সোসাইটির বোন্ড অফ ট্রাষ্টি সদস্য নাঈম টুটুল,যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভুইয়া, এম এ সবুর,এবাদ চৌধুরী, মাকসুদ এইচ চৌধুরী,ইন্টারষ্টেট বিএনপির কাজী আজম ও ফিরোজ আহমেদ, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী ও সাবেক সাধারণ

সম্পাদক আবু সাঈদ আহম্মদ, মিজানুর রহমান মিজান, আতিকুল হক আহাদ ও রেজাউল আজাদ ভুইয়া, এম এ বাতিন, আনিসুর রহমান, জাবেদ উদ্দিন, দেওয়ান কাউসার, মনিরুল ইসলাম মনির, এজিএম জাহাঙ্গীর, রিয়াজ মাহমুদ, জিয়াউর রহমান মিলন, রহিস উদ্দিন, জাসাসের সভাপতি ইঞ্জিনিয়ার সায়েম ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দি, বাংলাদেশ লীগ অব আমেরিকার বেদারুল ইসলাম বাবলা, আব্দুল কাদের চৌধুরী শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন ।