৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্কে যন্ত্র সংগীত শিল্পী মানিক আহমেদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নিউইয়র্কে যন্ত্র সংগীত শিল্পী মানিক আহমেদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

গত ৩০ শে জুলাই ২০২৫ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত বাংলাদেশের বিখ্যাত ও প্রতিভাবান মিউজিয়ান মানিক আহমেদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে।

এই আয়োজনে সহযোগিতায় ছিলেন তার সহকর্মী ,বন্ধুবান্ধব,যুক্তরাষ্ট্রের বসবাসরত সকল মিউজিসিয়ান ও শিল্পীবৃন্ধ। এতে বরেণ্য শিল্পী নকীব খান, বিপ্লব,জুলফিকার রাসেল,শাহনাজ বেলী,কালা মিয়া,কামরুজ্জামান বকুল,সাইদুজ্জামান রিড, ফাহাদ সোলায়মান সহ প্রবাসী শিল্পীদের সরব উপস্থিতি ছিল। মানুষ মানুষের জন্য, মানিকের জন্য আমরা’ এই স্লোগানে দোয়া মাহফিল হয়।

কমিউনিটি এ্যক্টিভিষ্ট ফাহাদ সোলাইমান বলেন, দ্বিধা দন্ধ ভুলে একে আপরের বিপদে এগিয়ে আসতে হবে,পাশে দাঁড়িয়ে সাহস দিতে হবে। এই উদ্যোগের প্রধান আয়োজক কামরুজ্জামান বকুল বলেন, শিল্পীরাই একে অপরের পরিবার,তাদের পাশে আমরা থাকবো। এই উদ্যোগের অন্যতম আয়োজক সহকর্মী যুক্তরাষ্ট্রের গুণী মিউজিশিয়ান সাইদুজ্জামান রিড বলেন, যেকেউ যেকোন সময়ে বিপদে পড়ে যেতে পারে আমরা শিল্পীরা শিল্পীদের পাশে থেকে একে আপরের হাত কে শক্ত করতে হবে,মানবিকতার পরিচয় দিতে হবে এবং এই প্রক্টিস চালু রাখতে হবে। চিকিৎসার জন্য মানিকের পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে এ শিল্পী পরিবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

এই উদ্যোগ নেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয় রিজিয়া পারভিন, কামরুজ্জামান বকুল , সাইদুজ্জামান রিড, ফাহাদ সোলায়মান, সাকিল মিয়া٫মিয়া মোহাম্মদ দুলাল সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয় রানো নেওয়াজ,ঈমান কাজী কাইয়ুম,কুইন্স প‍্যালেস, জ‍্যাকসন হাইটস এলাকাবাসী, সাউন্ড গেয়ার, প্রিমিয়াম সুইটস, নেহের সিদ্দিকী, তুষার পিকসহ,ইউ এস বাংলা সহ সব সংগীত ও যন্ত্র সংগীত শিল্পী, উপস্থাপক, উপস্থাপিকা ও উপস্থিত শুভানুধ্যায়ীদের। মানিক সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসুক, এ দোয়া করেন মাহফিলে উপস্থিত সবাই। জলি আহমেদ প্রেরিত