Screenshot
নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি বলেছেন, সময় এখন সিটির সবাইকে নিয়ে দীর্ঘদিন যাবৎ মানুষের দেখে আসা স্বপ্ন বাস্তবায়নের। ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের মনে দীর্ঘমেয়াদি জায়গা করে নিতে চাই।গত ২০ ডিসেম্বর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে ফাইভ স্টার ব্যাঙ্কুয়েট হলে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘ভালো’ আয়োজিত গালা নাইটে এ কথা বলেছেন মামদানি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সিটির যেসব বিষয় তুলে ধরেছেন তাও অনুষ্ঠানে জানান মামদানি।

Screenshot
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অ্যারাবিয়ানসহ বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা এ অনুষ্ঠানে যোগ দেন। নবনির্বাচিত মেয়রকে স্বাগত জানান উপস্থিত সবাই।
‘ভালো’ এখন অন্যান্য সংগঠনের জন্য অনুসরণীয় হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। মেয়র হিসেবে শপথ নেওয়ার পর সিটিবাসীর জন্য প্রতিশ্রæতি অনুসারে স্বপ্নের শহর গড়ার কাজ শুরু হবে বলেও জানান তিনি।

Screenshot
মামদানি বলেন, ‘ভালো’ মানুষের জন্য কাজ করছে। এ ধরনের কাজ সিটিতে আরো হওয়া উচিত। ভালো এখন অন্যান্য সংগঠনের জন্য অনুসরণীয় হয়ে গেছে। তারা অনেকদিন ধরে সিটির জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কিছু দিন আগে ট্রাম্পের সাথে দেখা করে হিলসাইড অ্যাভিনিউয়ের কথা বলেছি। এখানকার মানুষের কথা তুলে শপথ নেবো। সময় এখন প্রতিশ্রæতি বাস্তবায়নের। এর মধ্যে দিয়ে দীর্ঘমেয়াদী কাজের স্বাক্ষর রাখতে চাই। সিটিকে আমরা বাসযোগ্য করতে চাই। সিটিতে অনেকদিন যাবত মানুষ যে স্বপ্ন দেখছে তেমনই গড়তে চাই।

Screenshot
অনুষ্ঠানে খাবারের পাশাপাশি বাংলাদেশি শিল্পীদের জনপ্রিয় গান উপভোগ করেন উপস্থিত সবাই। অনুষ্ঠানটি সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ‘ভালো’র প্রতিষ্ঠাতা শাহরিয়ার রহমান, কর্মকর্তা শাহরিয়ার নবী, আসিফ খানসহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কাউন্সিল মেম্বার শাহানা হানিফ, নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ গিয়াস আহমেদ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সেক্রেটারী এনায়েত মুনশী, প্রমূখ।