নিউইয়র্ক সিটি তথা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশী আমেরিকান সোমা সাঈদ কুইন্স কাউন্টির সিভিল কোর্টের জাজ নির্বাচিত হওয়ার পর এবার সিটির সুপ্রীম কোর্ট জাস্টিস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৪ নভেম্বর সিটির মেয়র নির্বাচনের পাশাপাশি জাস্টিস পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে গত ১৮ আগষ্ট সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে জাজ সোমা সাঈদের পক্ষ থেকে মিট দ্যা প্রেস এন্ড কমিউনিটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশী আমেরিকান কমিউনিটি অব এনওয়াইসি’র ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং জাজ সোমা সাঈদকে পরিচয় করিয়ে দেন ডেমোক্র্যাট পার্টির ডিষ্ট্রিক্ট লীডার এট লার্জ ও আমেরিকান ইন্টারন্যশনাল বার এসোসিয়েশনের ডাইরেক্টর এটর্নী মঈন চৌধুরী। অনুষ্ঠানে জাজ সোমা সাঈদ ছাড়াও ৪ নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুপ্রীমকোর্ট ও কাউন্টি কোর্টে প্রতিদ্বন্দ্বিতাকারী একাধিক প্রার্থীদের মধ্যে সুপ্রীম কোর্টর ভারপ্রাপ্ত বিচারক ফ্রান্সিস ওয়াই উয়াং ও জাজ গ্যারী মিরিট, সিভিল কোর্টের জাজ পদপ্রার্থী ইভ চো শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এছাড়াও সোমা সাঈদের সমর্থনে ষ্টেট সিনেটর জন সি লু, ডেমোক্র্যাট পার্টির ডিষ্ট্রিক্ট লীডার এট লার্জ রামা ও গুরদীপ সিং নারুলা এবং কমিউনিটি ইউনাইটেড ডেমোক্র্যাটিক ক্লাব সদস্য রিচার্ড রুলেনস বক্তব্য রাখেন। এছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে ইমাম শামসে আলী, বিশিষ্ট রাজনীতিক জিল্লুর রহমান জিল্লু, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আসিফ বারী টুটুল, মদিনা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, এনওয়াইপিডি’র অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শামসুল হক, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মিজান চৌধুরী, নাহিম আহমেদ, আহসান হাবীব, আনিসুল কবীর জাসির, জ্যাকব মিলন্টন, মুহাম্মদ কামরুল ইসলাম সনি, নীরা রব্বানী, সোহেল আহমেদ প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দ আল আমীন রাসেল।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে সোমা সাঈদকে ভোট দিয়ে নির্বাচিত করতে সার্বিক সহযোগিতা কামনা এবং ভোট দেয়ার আহ্বান জানান।
অপরদিকে জাজ সোমা সাঈদ তার বক্তব্যে ইমিগ্র্যান্ট কমিটির অধিকার এবং কুইন্স কাউন্টির সিভিল কোর্টের জাজ হিসেবে দায়িত্বকালীন সময়ে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হলে অবশ্যই বিজয় সম্ভব। তিনি আরো বলেন, তার ডেমোক্র্যাট দলীয় মনোনয়ন প্রাপ্তিতে বিশেষ অবদান রেখেছেন পার্টির ডিষ্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী। এছাড়াও তার বাবা মরহুম আফতাব সৈয়দের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে আমার বাবা সরকারী কর্মকর্তা হিসেবে বিচার ব্যবস্থার সাথে জড়িত ছিলেন, প্রবাস জীবনে তিনি সাংবাদিকতার সাথে সম্পৃক্ত ছিলেন।
একজন সাংবাদিকের কন্যা হিসেবে তিনি তার নির্বাচনে মিডিয়ার সার্বিক সহযোগিতা বিশেষভাবে কামনা করেন। পরে জাজ সোমা সাঈদ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উল্লেখ্য, আগামী ৪ নভেম্বরের নির্বাচনে নিউইয়র্ক সুপ্রীম কোটের ৫টি বিচারক পদে ডেমোক্র্যাট পার্টির পক্ষ থেকে যে ৫ জন জাজকে মনোনয়ন দেয়া হয়েছে, তাদের মধ্যে জাজ সোমা সাঈদ একজন। খবর ইউএনএ’র।