নিউইয়র্কে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাষ্ট্র শাখা কর্নেল তাহের হত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা করেছে। এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ পার্টি হলে গত ২১ জুলাই এ সভার আয়োজন করে।
যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি মনসুর আহমেদ চৌধুরী, শাহিনূর কোরেশি, শাহ মহিউদ্দিন সবুজ, আবুল ফজল লিটন, জামাল আহমেদ, মো. সাদেকুর রহমান, মো. আমিনুল হক, মো. সোহেল, সৈয়দ আজমল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, কর্নেল আবু তাহের বীর উত্তম মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরকে সফল নেতৃত্ব দেন। হত্যা-ক্যু-ষড়যন্ত্রের পাকিস্তানপন্থার রাজনীতির অবসানে তাঁর নেতৃত্বে ও জাসদের সমর্থনে ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক মহান সিপাহী-জনতার অভ্যুত্থান সংঘটিত হয়। পাকিস্তানপন্থার প্রতিভূ জিয়া সে অভ্যুত্থান বানচাল করে দেন এবং পরে গোপন বিচার প্রহসনের মাধ্যমে কর্নেল আবু তাহের বীর উত্তমকে ১৯৭৬ সালের ২১ জুলাই ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন।
সভায় জাসদ সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হাসানুল হক ইনুসহ আটককৃত রাজবন্দীদের মুক্তি দাবি করা হয়।
সভাপতির বক্তব্যে দেওয়ান শাহেদ চৌধুরী দেশে সংঘটিত মব সন্ত্রাসের নিন্দা জানিয়ে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। খবর ইউএসএনিউজ