১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

‘সবার ঐক্যই নিউইয়র্ক সিটির শক্তি, বিভাজন নয়’- জ্যাকসন হাইটসের সমাবেশে এন্ড্রু ক্যুমো

‘সবার ঐক্যই নিউইয়র্ক সিটির শক্তি, বিভাজন নয়’- জ্যাকসন হাইটসের সমাবেশে এন্ড্রু ক্যুমো

নিউ ইয়র্কের সাবেক গভর্নর ও নিউইয়র্ক সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী এন্ড্রু ক্যুমো বলেছেন, আমার কাছে সব ধর্মের মানুষই সমান। সবার ঐক্যই নিউইয়র্ক সিটির শক্তি, বিভাজন নয়। তিনি বলেন, ধর্ম নিয়ে রাজনীতি নয়। গত ২৪ অক্টোবর শুক্রবার বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে নির্বাচনী প্রচারণায় এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সাবেক গভর্নর এন্ড্রু ক্যুমো।

ডেমোক্রাট মেয়র প্রার্থী জোহরান মামদানিকে উদ্দেশ্য করে ক্যুমো বলেন, অনেকেই বক্তৃতায় পটু, কিন্তু কাজের কোন দক্ষতা নাই। আমি কাজে বিশ্বাসী, কাজ দিয়ে আমার দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিতে চাই।

সাবেক গভর্নর ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এন্ড্রু ক্যুমো বলেন, নিউইয়র্ক সিটি বিনির্মাণে সব স¤প্রদায়ের মানুষের অবদান আছে। নির্বাচিত হলে তিনি সবার জন্য নিরাপদ ও মর্যাদার জীবন নিশ্চিত করতে চান।

বাংলাদেশি অধ্যুসিত জ্যাকসন হাইটসের এই সমাবেশে ক্যুমোর সমর্থনে বক্তব্য রাখেন বাংলাদেশি সংগঠক ফাহাদ সোলায়মান। তিনি বলেন, নিউইয়র্ক সিটির স্থিতিশীলতা ও অভিজ্ঞ নেতৃত্বের জন্য ক্যুমোকেই সমর্থন করা উচিত।

নিউইয়র্কের বিশিষ্ট এটর্নি নরেশ গেহিও এসময় সাবেক গভর্নর ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এন্ড্রু ক্যুমোর সমর্থনে বক্তব্য রাখেন। তিনি অভিজ্ঞ মেয়র প্রার্থী সাবেক গভর্নর ক্যুমো’কে বিজয়ী করতে সাঊথ এশিয়ান ভোটারদের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর মঙ্গলবার নিউইয়র্ক সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ডেমোক্রট প্রার্থী জোহরান মামদানির সঙ্গে একই দলের সাবেক গভর্নর এন্ড্রু ক্যুমো স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।