১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিউজার্সি বাংলাদেশি কমিউনিটির বনভোজন অনুষ্ঠিত

নিউজার্সি বাংলাদেশি কমিউনিটির বনভোজনে আনন্দে মেতেছিলেন প্রবাসী বাঙালিরা। ‘ঐতিহ্যের টানে, ভ্রাতৃত্বের বন্ধনে, প্রবাসেও আমরা’—এই স্লোগানে গত ৭ আগস্ট নিউজার্সি বাংলাদেশি কমিউনিটির বনভোজন অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউজার্সির রোসডেল পার্কে এই আয়োজন করা হয়। বনভোজনে নিউজার্সি-নিউ ইয়র্কের অনেক প্রবাসী বাঙালি অংশ নেন। শিশুসহ নানা বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে বনভোজনস্থল। পুরো আয়োজন যেন মিলনমেলায় পরিণত হয়।

‘প্রবাস ও চট্টগ্রাম’ এই বনভোজন আয়োজন করে। এতে শিশু-কিশোররা মেতে ওঠে খেলাধুলায়। কেউ এসেছিলেন পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের নিয়ে। কেউ এসেছেন দীর্ঘদিন পর দেখা করতে পুরোনো মুখগুলোর সাথে। সকাল থেকে সন্ধ্যা অবধি চলা উৎসবটি হয়ে ওঠে প্রবাসী জীবনের এক আনন্দের দিন। বনভোজনে ছিল নানা রকমের সুস্বাদু খাবার পরিবেশনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেন প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। এছাড়া ছিল সবচেয়ে আকর্ষণীয় পর্ব রেফেল ড্র। এতে প্রথম পুরস্কার ছিল নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক বিমানের টিকিট, দ্বিতীয় পুরস্কার ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি, তৃতীয় পুরস্কার ল্যাপটপসহ মোট ১০টা আকর্ষণীয় পুরস্কার।

বনভোজন আয়োজনের টিম লিডার মুজিবুল আনোয়ার বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি পিকনিক আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। প্রবা আমরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে বজায় রাখতে চাই। তাই আমাদের এমন একটি প্রয়াস। এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতিফলন। একদল প্রানবন্ত তরুণের সহযোগিতায় এবারের আয়োজন পরিপূর্ণতা পায়। বিশ থেকে শুরু করে ষাটোর্ধ মানসিকতায় তরুন প্রজন্মের অংশ গ্রহণে সফল হয়ে উঠে আয়োজনটি।

এবারের বনভোজনে আরো উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, এম ডি আল ফরহাদ, আলমগীর , এনাম, জামান সহ আরো অনেকে। বনভোজনের অন্যতম অতিথি যুক্তরাষ্ট্র চট্টগ্রাম সমিতির সভাপতি মাকসুদ চৌধুরী বলেন, নিউজার্সি বাংলাদেশি কমিউনিটির বনভোজনে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যারা এমন একটি সুন্দর আয়োজন করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বাঙালি আমেজে এমন একটি বনভোজন হয়েছে। কমিউনিটির এমন আয়োজনে প্রত্যেক বছর আমাদের আসা হয়। এবারও আসতে পেরে খুব ভালো লাগছে। এ সময় আগামি ১৭ আগস্ট চিটাগাং এসোসিয়েশন অফ আমেরিকার আয়োজনে বার্ষিক বনভোজনের উপস্থিত থাকার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

নিউজার্সি বাংলাদেশি কমিউনিটির এক্টিভিষ্ট দিদার চৌধুরী বলেন, ১৮ বছর ধরে আমরা প্রবাসীরা এমন আয়োজন করে আসছি। যা আমাদের জন্য খুবই আনন্দের। সবার চেষ্টায় এমন একটি বনভোজন আয়োজন করা সম্ভব হয়েছে। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম, সবাইকে নিয়ে আনন্দ করব। সবার সঙ্গে হাসিখুশি ভাবে আমাদের জীবন চলবে। আসুন ভালোবাসা ছড়াই সেই ভালোবাসায় সেই জীবনের যাত্রাটা শুরু করেছি। তিনি সহযোগিতার জন্য পৃষ্ঠপোষক সহ সকলকে ধন্যবাদ জানান। বনভোজনের উপস্থিত চিটাগাং এসোসিয়েশন নর্থ আমেরিকার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ বলেন, আজকের নিউজার্সির এই বনভোজনে আসতে পেরে খুবই আনন্দিত। যারা এই আয়োজন করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। জলি আহমেদ প্রেরিত